মঙ্গলবার

,

২১শে জানুয়ারি, ২০২৫

যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলের হামলায় ৮১ ফিলিস্তিনি নিহত

এটিভি ইউএসএ নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতিতে উভয় পক্ষ সম্মত হয়েছে এমন ঘোষণা আসার পরও গাজায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় গাজায় কমপক্ষে ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই নতুন ক্ষয়ক্ষতির ফলে ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে মৃতের সংখ্যা ৪৬,৭৮৮ জনে দাঁড়িয়েছে।

কার্যকর হওয়ার আগেই ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস চুক্তির কিছু অংশ থেকে সরে এসেছে অভিযোগ করে চুক্তি অনুমোদন স্থগিত করেছে ইসরায়েল। তবে এ অভিযোগ নাকচ করে দিয়েছে হামাস।

গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময়ের বিষয়ে ইসরায়েল ও হামাস সম্মত হয়েছে বলে বুধবার কাতারে মধ্যস্থতাকারীরা ঘোষণা দেন। রোববার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলেও জানান তাঁরা।

জানা যায়, জানুয়ারির ১৯ তারিখ থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপটি কার্যকর হতে যাচ্ছে। এই ধাপে পরবর্তী ৪২ দিনের জন্য লড়াই বন্ধ রাখতে সম্মত হয়েছে দুই পক্ষ। যুদ্ধবিরতির প্রথম ধাপে মোট ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলের বিভিন্ন কারাগারে আটক থাকা কয়েক শত প্যালেস্টাইনি বন্দীকে হামাসের হাতে ফিরিয়ে দেবে তেল আবিব।