বিপিএলে টানা ৮ জয়ে শীর্ষস্থান মজবুত হলো রংপুর রাইডার্সের। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগংকে ৩৩ রানে হারায় রংপুর। আগে ব্যাটিং করে ৭ উইকেটে ২০ ওভারে ১৬৪ রান করে তারা। জবাবে ১৩১ রান করে চিটাগং।
টস হেরে ব্যাট করতে নামা রংপুর রাইডার্সের শুরুটা মোটেও ভালো ছিল না। ৬৯ রানে চার উইকেট পড়ে গিয়েছিল রংপুরের। পরে খুশদিল শাহর ঝড়ো ইনিংসে লড়াকু পূজি তোলে রংপুর। স্কোর বোর্ডে জমা ৭ উইকেটে ১৬৪ রান। ২৮ বলে দুটি চার ও সাত ছক্কায় ৫৯ রান করেন খুশদিল শাহ।
জবাবে ৮ উইকেটে ১৩১ রান করে চিটাগং কিংসের দৌড় শেষ হয়। বল হাতে রংপুরের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন আকিফ জাভেদ। তবে ম্যাচ সেরার পুরস্কার জিতেন খুশদিল শাহই।
৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর রাইডার্স। সেখানে ফরচুন বরিশাল ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে। সমান ৮ পয়েন্ট নিয়েও রান ব্যবধানে পিছিয়ে থাকা তৃতীয় স্থানে চিটাগং কিংস।