রবিবার

,

২রা ফেব্রুয়ারি, ২০২৫

বিয়েবাড়ির সাজের সহজ কয়েকটি টিপস

সুমাইয়া তাজিন সুমি
ছবি: সংগৃহীত

শীতকাল মানেই দু-তিনটা বিয়েবাড়িতে নিমন্ত্রণ থাকবেই, তা সে পাশের বাড়িতেই হোক বা নিকট আত্মীয়ের বাড়িতেই হোক। বিয়েবাড়িতে যেতে হলে জমকালো সাজ না হলে চলেই না। শীতে মেকআপ গলে পড়ার আশঙ্কা থাকে না। তাইতো মনমতো সাজগোজ করুন। আজকে বলছি বিয়েবাড়ির সাজের সহজ কয়েকটি টিপস। কম সময়েও আপনার সাজ হবে একেবারে পারফেক্ট।

পছন্দের পোশাক
বিয়েবাড়িতে একটু কালারফুল পোশাক পরাই ভালো। বিশেষ করে পার্টি যদি রাতে হয়, তাহলে সাজ হতে হবে একেবারে টিপটপ। তাই প্রথমেই বেছে নিন কী পরতে চাইছেন। যদি আপনার পছন্দের তালিকায় থাকে শাড়ি, সেক্ষেত্রে একটু ব্রাইট রং কিন্তু বেশ ভালো মানাবে। অন্যদিকে শাড়ি প্লেন ও হালকা হলে ব্লাউজ কিন্তু হতে হবে ব্রাইট। কারণ এখন কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচই হিট। এছাড়া আপনার চয়েস সালোয়ার বা লেহেঙ্গাও হতে পারে।

হাত পায়ের যত্ন
বিয়েবাড়ি যাচ্ছেন অথচ হাত-পায়ের খেয়াল করবেন না, তা কি হয়। হাত-পা ভালো করে পরিষ্কার করুন। পারলে বাড়িতেই ১ দিন বা দু’দিন আগে ম্যানিকিওর, পেডিকিয়র করে ফেলুন। হাতে ও পায়ের নখে সুন্দর করে নেলপলিশ লাগিয়ে নিন।

গয়না
কী গয়না আপনি পরতে চান তা আগে থেকেই ঠিক করে রাখুন। ড্রেসের সাথে ম্যাচিং করে কি না ভেবে দেখুন। সোনার গয়না যেমন ভালো লাগে তেমনি জাঙ্ক বা সিলভার ওর্নামেন্টও আজকাল ফ্যাশনে ইন। যেমন আপনার শাড়িটি যদি প্লেন এবং সিম্পল হয় সেক্ষেত্রে তার সাথে হেভি জাঙ্ক জুয়েলারি বেশী ভালো লাগবে। তা নেকপিস হতে পারে বা একটু লম্বাও হতে পারে। এছাড়া হাতে কী পরতে চাচ্ছেন আপনার শাড়ি বা সালোয়ার বা অন্য কিছুর সাথে তা ম্যাচ করে গুছিয়ে রাখুন আগের থেকেই।

জুতা ও ব্যাগ
শাড়ি বা গয়না যতটা ইম্পর্টেন্ট ততটাই ইম্পর্টেন্ট হলো তার সাথে ম্যাচ করা জুতা ও ব্যাগ সিলেক্ট করা। আপনার জুতো ও ব্যাগও কিন্তু হওয়া চাই আপনার সাজের সাথে একেবারে ম্যাচ।

মেকআপ
এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো মেকআপ। এটা নির্ভর করে আপনার সময়ের ওপর। মেকআপ করতে পার্লারে যেতেই পারেন। না হলে বাড়িতেই ব্যাপারটা সেরে ফেলতে পারেন।
প্রথমেই আপনার ত্বক পরিষ্কার করে স্ক্রাব করে নিন। এতে ডেড সেলগুলি পরিষ্কার হয়ে যায়। এবার মুখ ধুয়ে ভালো করে মুখ ময়েশ্চারাইজ করে নিন। ১০ মিনিট পর প্রথমে প্রাইমার এবং পরে ফাউন্ডেশন প্রয়োগ করুন। শীতকালে লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করাই ভালো। এতে আপনার ত্বক রুক্ষ দেখতে লাগবে না। মেকআপ ভালো করে ব্লেন্ড করে চোখের মেকআপ করে নিন। আইশ্যাডোর শেড আপনার ড্রেসের সাথে ম্যাচ করে বেছে নিন। নেক্সট, লিপস্টিক লাগিয়ে নিন। মুখের মেকআপ শেষ।

এবার পছন্দ মতো হেয়ার স্টাইল করে ফেলুন এবং সব শেষে শাড়ি বা যে ড্রেস আপনি বেছে রেখেছেন সেটা পরে একবারে রেডি হয়ে নিন।

সবার নজর শুধু নববধু নয়, থাকবে আপনার ওপরেও!