মঙ্গলবার

,

২১শে জানুয়ারি, ২০২৫

কলকাতায় চিকিৎসককে ধর্ষণের পর হত্যার মামলায় সঞ্জয় দোষী সাব্যস্ত

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ভারতের কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। শিয়ালদহ আদালতের বিচারপতি সোমবার তার সাজার মেয়াদ ঘোষণা করবেন।

শনিবার সকালে শিয়ালদহ আদালতে হাজির করা হয় আসামী সঞ্জয় রায়কে। এ সময় পুরো আদালত চত্ত্বরে নেয়া হয় কড়া নিরাপত্তা। সাধারণত যে প্রিজন ভ্যানে বন্দীদের নিয়ে আসা হয়, জাল-ঘেরা জানালা দিয়ে তাদের মুখ কিছুটা হলেও দেখা যায়। কিন্তু সঞ্জয় রায়কে দেখার কোনও সুযোগই ছিল না শনিবার।

আদালত জানায়, সঞ্জয়কে দোষী সাব্যস্ত করার পর্যাপ্ত প্রমাণ রয়েছে আদালতের কাছে। সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয় ভারতের ন্যায়সংহিতার তিনটি ধারায়। ধর্ষণ ও খুনের ধারায়।

গত বছরের ৯ আগস্ট রাতে আর জি কর হাসপাতালের সেমিনারকক্ষে ওই নারী চিকিৎসকের মরদেহ পাওয়া যায়। তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয়। এই খুনের ঘটনায় পরদিন ১০ আগস্ট পুলিশ সঞ্জয় রায় নামের একজন সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে। ১৩ আগস্ট এই হত্যাকাণ্ডের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্ট।

ওই ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো পশ্চিমবঙ্গ। তোলপাড় শুরু হয় ভারতের অন্যান্য রাজ্যেও। দাবি ওঠে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের।

ধর্ষণ ও হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ ওঠে সিভিক ভলান্টিয়ার পদধারী সঞ্জয় রায়ের। এছাড়া তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করা হয়।