মঙ্গলবার

,

৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫

আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ নয় : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দলের নেতাকর্মীরা যতটা ভাবছেন আগামী নির্বাচন বিএনপির জন্য ততটা সহজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

রবিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন।

তিনি বলেন, আমি গত কয়েক মাস ধরে বলছি, আপনারা যত সহজ ভাবছেন; সামনের নির্বাচন এতো সহজ নয়। নিজের মনে যতই বড়াই করুন, জনগণ পাশে না থাকলে সব অর্জন ব্যর্থ হয়ে যাবে।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ৫ আগস্ট জনগণ তাদের শক্তি বুঝিয়ে দিয়েছে। কাজেই আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু বুঝিয়ে দেবে। তখন কিন্তু পস্তাতে হবে, হায় হুতাশ করতে হবে।

তিনি বলেন, জিয়ার একজন সৈনিক হিসেবে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আজকে শহীদ জিয়ার ৮৯তম জন্মবার্ষিকীতে যদি শহীদ জিয়াকে সত্যিকারভাবে আমাদের স্মরণ করতে হয়, যদি তাঁকে সত্যিকারভাবে সম্মান জানাতে হয়, তবে জনগণকে ভালোবাসুন। দেশনেত্রী বেগম খালেদা সবচেয়ে খুশি হবেন যখন দেখবেন জনগণ সমর্থন দিয়েছে বিএনপির প্রতি।

দলের সব নেতা সমান উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা কে ছোট নেতা, কে গ্রামের নেতা, কে ইউনিয়নের নেতা, কে বড় নেতা, কে বিভাগীয় নেতা, কে কেন্দ্রীয় নেতা সেভাবে দেখি না। বিষয়টি হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে।

তিনি বলেন, আমাদেরকে এমনভাবে দাঁড়াতে হবে যাতে জনগণ বুঝতে পারে আমরা তাদের সাথে আছি। জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা সেইভাবে তাদের পাশে থাকি। আজকে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে এই হোক আমাদের শপথ, এই হোক আমাদের প্রতিজ্ঞা।

তারেক রহমান বলেন, অনেকেই বলেন একটি নিরপেক্ষ নির্বাচন হলে, বিএনপির সর্বোচ্চ সম্ভাবনা আছে সরকার গঠনের। কিন্তু দেখা গেলো আমাদের কিছু নেতা-কর্মী বিভ্রান্ত হয়ে এমন পরিস্থিতির সৃষ্টি করলো, যেখানে অন্য কেউ সরকার গঠন করলো। তখন কি আপনি মনে করেন আপনি ভালো থাকতে পারবেন? বিএনপির নেতা-কর্মীরা কি ভালো থাকতে পারবে? তার এ প্রশ্নের জবাবে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিউশন মিলনায়তনে কর্মীরা সমস্বরে ‘না’ বলেন।

তিনি বলেন, রাজনৈতিক কর্মী হিসেবে আপনার এতোটুকু চিন্তা থাকতে হবে, অন্য কেউ যদি সরকার গঠন করে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে হোক, আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে হোক সেটি কি দেশ ও জাতির জন্য ভালো হবে? নেতা-কর্মীরা আবারো সমস্বরে বলেন ‘না’।

তারেক রহমান বলেন, আমি বিশ্বাস করতে চাই যে, আপনারা যে দৃঢ়ভাবে ‘না’ বললেন সেটা বুঝে শুনে বলেছেন। তাই যদি ঠিক হয় এখনো আামাদের কাছে সময় আছে মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর। কারণ, দিনশেষে কিন্তু রাজনৈতিক কর্মী হিসেবে আপনাকে এই জনগণের কাছে, এই মানুষটার কাছে, এই ভোটারটার কাছে যেতে হবে।