মঙ্গলবার

,

৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫

সিনেমার সূত্রে একসঙ্গে জয়া-প্রীতম-এলিটা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

রবিবার রাতে ফেসবুকে একটি ছবি শেয়ার করেন সংগীতশিল্পী প্রীতম হাসান। ছবিতে তার সঙ্গে আছেন জয়া আহসান ও এলিটা করিম।

ছবির ক্যাপশনে প্রীতম জানান, তাঁরা তিনজন একসঙ্গে একটি প্রজেক্ট করছেন। শিগগির সেটার বিস্তারিত জানাবেন।
সেই থেকে ভক্তদের মনে কৌতূহল। আসলে তাঁরা কী করছেন? বিষয়টি নিয়ে তাঁরা ফেসবুক লাইভ করেছেন। তুলে ধরলেন প্রাথমিক তথ্য। আলোচনা থেকে এটুকু বোঝা গেল, এ মাসের শেষ দিকে একটি গান প্রকাশিত হবে। যেটাতে কণ্ঠ দিয়েছেন প্রীতম ও এলিটা।

আর ভিডিওতে অভিনয় করেছেন জয়া, সঙ্গে প্রীতমও। নির্মাণে সাদীয়া ইসলাম রোজা।

জয়া বলেন, ‘রোজা আমার বন্ধু, কলিগ। এর আগে ওর নির্মাণে একটি বিজ্ঞাপনচিত্র করেছি। এবারের কাজটি খুব ইন্টারেস্টিং লেগেছে।
আমার, প্রীতম সবারই বেশ পছন্দের কাজটি। এলিটার সঙ্গেও কোলাব করার ইচ্ছা ছিল। অবশেষে হলো। এ জন্য প্রীতমকে ধন্যবাদ। সুযোগটা তৈরি করার জন্য। গানটা শুনতে শ্রোতাদের ভালো লাগবে। আমি এরই মধ্যে গানটির লুপে আটকে গেছি।’

অন্যদিকে প্রীতম বলেন, ‘রোজার সঙ্গে এটা আমার প্রথম কাজ। একই সঙ্গে আমার প্রথম নারী নির্মাতাও সে। জীবনে অনেক গান করেছি। তবে এটা আমার খুব হৃদয়ের কাছের। এলিটা আপুর সঙ্গে অনেক দিন ধরে গান হবে হবে প্ল্যান ছিল, শেষমেশ হলো। জয়া আপুও আছেন, এ জন্য আমি অনেক হ্যাপি।’

জানা গেছে, নতুন একটি সিনেমায় অভিনয় করেছেন জয়া। সেটার সূত্র ধরেই গানটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে মূলত ওই সিনেমাটির প্রচারণা শুরু হবে। সিনেমাটির চরিত্রেই গানের ভিডিওতে দেখা যাবে জয়াকে।