মঙ্গলবার

,

৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫

পুঁজিবাজারে বড় উত্থান, দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সপ্তাহের দ্বিতীয় দিনে সূচকের বড় উত্থান হয়েছে ঢাকার পুঁজিবাজার। লেনদেন শেষে প্রধান সূচকসহ বেড়েছে তিনটি সূচকই। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট বেড়ে হয়েছে পাঁচ হাজার ১৯৫ পয়েন্ট।

শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস বেড়েছে ১৫ পয়েন্ট এবং বাছাইকৃত শেয়ার ডিএস-৩০ বেড়েছে ২০ পয়েন্ট।

এদিন লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির দাম বেড়েছে। এ তালিকায় আছে ২৪৮ কোম্পানি। অন্যদিকে কমেছে ৮১ এবং অপরিবর্তিত আছে ৭১ কোম্পানির শেয়ারের দামে।

‘এ’ ক্যাটাগরির ২০০ শেয়ারের মধ্যে ১২৬ কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৫৪ এবং অপরিবর্তিত আছে ৪০ কোম্পানির শেয়ারের দাম।

‘বি’ ক্যাটাগরিতে দাম বেড়েছে ৬৫ কোম্পানির, কমেছে ১১ এবং অপরিবর্তিত আছে ১৩ কোম্পানির শেয়ারের দাম।

‘জেডে’ ৫৪ কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১৫ এবং অপরিবর্তিত আছে ১৮ কোম্পানির শেয়ারের দাম।

৩৭ মিচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত আছে। ১৯ কোম্পানির শেয়ারের দামে আসেনি পরিবর্তন, দাম বেড়েছে ১২ এবং কমেছে ১৬ কোম্পানির শেয়ারের দাম।

সূচক বাড়ার পাশাপাশি গতদিনের তুলনায় লেনদেন বেড়েছে ৫৮ কোটি টাকা। আট কার্যদিবস পর সর্বোচ্চ লেনদেন হয়েছে পুঁজিবাজারে। সোমবার পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪২৬ কোটি ৯২ লাখ টাকা।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে অ্যাসোসিয়েট অক্সিজেন লিমেটেডকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠিয়েছে ডিএসই। কোম্পানিটির শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীদের ঋণ না দিতে ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংককে নির্দেশনা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে নির্দিষ্ট লভ্যাংশ দেওয়ায় সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিভুক্ত করা হয়েছে। সাত বছর পর ২০২৪ সালের হিসাবে বিনিয়োগকারীদের ১০ শতাংশ করে সর্বোচ্চ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

অন্য আরেক কোম্পানি একমি ল্যাবরোটারিজ লিমিটেড গত বছর জুন প্রান্তিকের লভ্যাংশ দিয়েছে বিনিয়োগকারীদের। প্রতিষ্ঠানটি থেকে শেয়ারপ্রতি বিনিয়োগকারীরা ৩৫ শতাংশ করে লভ্যাংশ পেয়েছে, যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ।

ঢাকার পুঁজিবাজারের মতো সূচক বেড়েছে চট্টগ্রামেও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্সের সূচক বেড়েছে ৫৬ পয়েন্ট। সূচক বাড়লেও গত কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৬৮ লাখ ৫৮ হাজার টাকা।

সোমবার সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৫৮ লাখ টাকা। লেনদেন হওয়া ২০০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৪, কমেছে ৫৮ এবং অপরিবর্তিত আছে ২৮ কোম্পানির শেয়ারের দাম।