মঙ্গলবার

,

৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫

তমালিকা নিজেই জানালেন বিয়ের খবর

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

এক সময়ের টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিনেত্রী তমালিকা কর্মকার। আমেরিকায় বসবাস করছেন তিনি পাঁচ বছরের বেশি সময় ধরে। সেকারণে গণমাধ্যমে তার বিয়ের খবর আসেনি। সোমবার স্বামী প্রভীনকে বিবাহবাষির্কীর শুভেচ্ছা জানানোর পর অভিনয়শিল্পী তমালিকা কর্মকারের বিয়ের খবর প্রকাশ্যে আসে। কোন বছর বিয়ে হয়েছে- এ নিয়ে গণমাধ্যমের খবর চোখ এড়ায়নি অভিনেত্রীর। তাই নিজেই জানিয়ে দিলেন, তিন বছর আগে প্রভীনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

জানা গেছে, তমালিকার খুব কাছের মানুষেরা বিয়ের খবরটি জানতেন। তবে দুজনের কেউই বিয়ের খবরটি কাউকে আনুষ্ঠানিকভাবে জানাতে চাননি। আমেরিকা যাওয়ার পর তমালিকার সঙ্গে প্রভীনের পরিচয়। এরপর তারা দুজন প্রেমের সম্পর্কে জড়ান। তারপর বিয়ের সিদ্ধান্ত নেন।

বিয়ের খবর প্রকাশ্যে আসার খবর দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেখেন, ‘৩ বছর আগে যখন বিয়ে করি তখনই খবরটি জানিয়েছিলাম। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতি বিবাহবার্ষিকীতে আমি আমার স্বামীকে শুভেচ্ছা জানাই। এটা প্রথম নয়, এর আগে হয়তো কেউ খেয়াল করেনি। তবে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে অনেক ধন্যবাদ।’

সোমবার তমালিকা কর্মকার তার স্বামী প্রভীনের সঙ্গে একটি স্থিরচিত্র পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী প্রভীন’। তমালিকার পোস্ট করা সেই স্থিরচিত্রে বিনোদন অঙ্গনের অনেকেই শুভকামনা জানিয়েছেন।

এই তালিকায় আছেন মাসুম রেজা, আঁখি আলমগীর, গোলাম ফরিদা ছন্দা, নাজনীন চুমকি, শারমীন জোহা শশী, শ্যামল মাওলা, হৃদি হক প্রমুখ। তমালিকাও অনেকের শুভকামনার উত্তর দিয়েছেন।

পাঁচ বছরের বেশি সময় ধরে আমেরিকায় বসবাস করছেন তমালিকা কর্মকার । তবে মাঝেমধ্যে দেশে আসেন। নাট্যদল আরণ্যকের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উৎসবে অংশ নিতে ২০২৩ সালেও এসেছিলেন তিনি।