মঙ্গলবার

,

৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫

মেক্সিকো ও কানাডার পণ্যে ২৫% শুল্ক বসবে ১ ফেব্রুয়ারি থেকে

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তাঁর প্রশাসন ১ ফেব্রুয়ারি থেকে মেক্সিকো ও কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। সোমবার দায়িত্ব গ্রহণের পর নির্বাহী আদেশ স্বাক্ষরের সময় তিনি এ ঘোষণা দেন। আমেরিকার ভোক্তাদের জন্য পণ্যের দাম বাড়াতে পারে সিদ্ধান্তটি।

অভিষেক ভাষণেই ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, তিনি শুল্কনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে চান।

তিনি আরও দিয়েছেন, ‘এক্সটার্নাল রেভিনিউ সার্ভিস’ নামে একটি নতুন সরকারি সংস্থা প্রতিষ্ঠা করা হবে, যা শুল্ক সংগ্রহের দায়িত্বে থাকবে।

তবে কীভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, তা নিয়ে ট্রাম্পের অর্থনৈতিক দলে এখনও মতবিরোধ রয়েছে।

মেক্সিকো ও কানাডা আমেরিকার বৃহত্তম তিন বাণিজ্য অংশীদারদের মধ্যে রয়েছে। গত বছর মেক্সিকো থেকে ৪৭৫ বিলিয়ন ডলার ও কানাডা থেকে ৪১৮ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে আমেরিকার, যা দেশটির মোট আমদানির ৩০ শতাংশ।

অন্যদিকে আমেরিকা গত বছর কানাডায় ৩৫৪ বিলিয়ন ডলার এবং মেক্সিকোতে ৩২২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, যা মোট রপ্তানির এক-তৃতীয়াংশ। ট্রাম্প মেক্সিকো ও কানাডার ওপর শুল্ক আরোপ করলে দেশ দুটিও পাল্টা শুল্ক বসাতে পারে। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে আমেরিকার স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো।

বেশিরভাগ অর্থনীতিবিদই আশঙ্কা করছেন, ট্রাম্প শুল্ক আরোপ করলে আমেরিকার মূল্যস্ফীতি সংকট ফের মাথাচাড়া দেবে। পাশাপাশি শেয়ারবাজারে অস্থিরতা দেখা দেবে এবং পূর্ণমাত্রার বাণিজ্য যুদ্ধ শুরু হবে।