প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অফিসে তার প্রথম দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই অবকাঠামো নির্মাণে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেন। স্টারগেট নামের বৃহৎ এই প্রকল্পে যুক্ত আছে প্রযুক্তিপ্রতিষ্ঠান ওরাকল, জাপানের সফট ব্যাংক ও চ্যাটজিপিটির মূল কোম্পানি ওপেনএআই। আরো রয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রযুক্তি খাতে বিনিয়োগকারী প্রতিষ্ঠান এমজিএক্স।
ওরাকল ও সফট ব্যাংক বলেছে, এই প্রকল্পে তারা তাৎক্ষণিকভাবে ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে। এরপর বাকি অর্থ আগামী চার বছরে পর্যায়ক্রমে বিনিয়োগ করা হবে।
হোয়াইট হাউসে ওরাকল, সফট ব্যাংক ও ওপেনএআইয়ের প্রধান নির্বাহীদের পাশে রেখে এই প্রকল্পের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, এই প্রকল্প আমেরিকার সম্ভাবনার ঘোষণা; এই ঘোষণার বাণী দিকে দিকে ধ্বনিত হবে।
প্রেসিডেন্ট ট্রাম্পের এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকল্প ঘোষণার সময় উপস্থিত ছিলেন সফট ব্যাংকের প্রধান নির্বাহী মাসায়োশি সন, ওপেনএআইয়ে স্যাম অল্টম্যান ও ওরাকলের ল্যারি এলিসন।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই পরিকল্পনায় ডেটা সেন্টারের মতো এআই অবকাঠামো নির্মাণের কথা বলা হয়েছে। সেখানে এক লাখের বেশি মানুষের কর্মসংস্থান হবে।
ওরাকল প্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা ল্যারি এলিসন বলেছেন, প্রথমদিকে বিভিন্ন ডেটা সেন্টার নির্মাণ হবে আমেরিকার টেক্সাসে। পরে অন্যান্য জায়গায় আরও ডেটা সেন্টার তৈরি করা হবে।
২০২২ সালে ওপেনএআই এআই চ্যাটবট চ্যাটজিপিটি চালুর মাধ্যমে পৃথিবীতে তোলপাড় ফেলে দেন। ফলে কম্পিউটিং শক্তিশালী করার জন্য ডেটা সেন্টার নির্মাণে বিনিয়োগের দিকে ঝুঁকছে প্রযুক্তি কোম্পানিগুলো।
এই উদ্যোগের মাধ্যমে ট্রাম্প প্রশাসন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির জন্য বিশ্বব্যাপী প্রতিযোগিতায় আমেরিকাকে শীর্ষস্থানীয় রাখার লক্ষ্য নিয়েছে। এটি আগামী বছরগুলোতে প্রযুক্তির উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।