মঙ্গলবার

,

৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫

চীনা পণ্যের ওপর ১০% শুল্ক বসবে: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ১০% শুল্ক আরোপের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মেক্সিকো ও কানাডায় ফেন্টানিল পাঠানোর দায়ে চীনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ট্রাম্প। একই সংবাদ সম্মেলনে ইউরোপিয়ান ইউনিয়নভূক্ত দেশগুলো ওপরেও শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

সংবাদ সম্মেলনে ট্রাম্পের অভিযোগ, চীন বিশ্ববাণিজ্যের নিয়মের অপব্যবহার করছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে তিনি বলেছেন, তারা আমেরিকার সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করছে। এ কারণে ইউরোপীয় ইউনিয়নের পণ্যেও শুল্ক আরোপ করা হবে এবং ট্রাম্প মনে করেন, এভাবেই ইটের জবাবে পাটকেল দেওয়া যায় এবং একমাত্র এর মাধ্যমে ন্যায্যতা প্রতিষ্ঠা করা সম্ভব।

এদিকে একদিন আগে বিবিসির খবরে বলা হয়, ট্রাম্প শুল্ক আরোপের কথা বলার পর আমেরিকার নাম উল্লেখ না করে মঙ্গলবার চীনের নেতৃস্থানীয় পর্যায় থেকে বলা হয়েছে যে, তার দেশ বাণিজ্য উত্তেজনার ক্ষেত্রে “উইন-উইন” সমাধান খুঁজছে এবং তারা নিজ দেশে আমদানি-রপ্তানি প্রসারিত করতে চায়।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ফেন্টানিলে ব্যবহৃত উপাদানগুলোর উৎপাদন বন্ধ করার জন্য আরও বেশি পদক্ষেপ নিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছিলেন। আমেরিকার হিসাব অনুসারে, ফেন্টানিল মাদক গ্রহণের কারণে দেশটিতে গত বছর ৭৫ হাজার মার্কিন নাগরিক নিহত হয়েছেন।