টানা আট ম্যাচ জয়ের পর অবশেষে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম হারের দেখা পেল রংপুর রাইডার্স। দুর্বার রাজশাহীর কাছে তাদের হার ২৪ রানে। ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের চারে উঠে এলো তাসকিনের রাজশাহী।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় রাজশাহী। ৪টি চারে ১২ বলে ১৯ রান করে সাজঘরে ফিরেন ওপেনার মোহাম্মদ হারিস।
সাব্বির হোসেনের ৩৯ আর বিজয়ের ৩৪ রানে বড় সংগ্রহের পথেই ছিল দলটি।
ইয়াসির রাব্বি খেলেন ৩২ বলে ৬০ রানের ইনিংস। তবে শেষদিকে দ্রুত উইকেট হারানোয় ১৭০ রানে থামে রংপুরের ইনিংস। তিনটি করে উইকেট নেন আকিফ জাবেদ ও খুশদিল শাহ।
জবাব দিতে নেমে আসরে অপরাজিত থাকা রংপুরের শুরুটা মোটেও ভালো হয়নি। ১৭১ রানের জবাবে চতুর্থ ওভারের মধ্যে ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর।
সাইফ হাসান ও অধিনায়ক নুরুল হাসান সোহান চেষ্টা করেছিলেন দলকে বাঁচাতে। তবে সাইফের ৪৩ আর সোহানের ৪১ রান দলকে জেতাতে যথেষ্ট হয়নি। ফলে আসরে প্রথমবার হার নিয়ে মাঠ ছাড়ে দলটি।
এই হারের পরও ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে থেকে ইতোমধ্যেই বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠলো রাজশাহী।