মঙ্গলবার

,

৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫

সারাক্ষণই ভূমিকম্প অনুভব করেন পরীমণি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। প্রায় সময়ই নিজের ছবি, ভিডিও ও অনুভূতি সামাজিক পাতায় শেয়ার করে ভক্তদের নজর কাড়েন এই নায়িকা।

দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার মধ্যরাতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়। রাত ১টা ২৬ মিনিটের দিকে তীব্র কম্পনে সবকিছু কেঁপে উঠে। যদিও বেশিক্ষণ স্থায়ী হয়নি তা।

যারা জেগে ছিলেন তারা ভূমিকম্প বুঝতে পারলেও, গভীর ঘুমে থাকা সাধারণ মানুষ বুঝতে পারেননি। ভূমিকম্পের পরপরই গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্প নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন। এ থেকে বাদ যাননি শোবিজ তারকারাও। ভূমিকম্পের পরই এ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি।

এ অভিনেত্রী লিখেছেন, ‘আমার এমন ভার্টিগো যে, ভূমিকম্পও টের পাই না। আমার সারাক্ষণই এমন ভূমিকম্প অনুভব হয়। কেমন অসহায় লাগে এসব ভাবলে…! আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।’

দীর্ঘদিন ধরেই ভার্টিগোর সমস্যায় ভুগছেন চিত্রনায়িকা পরীমণি। সেই অসুখের চিকিৎসা নিতে মাঝে মাঝেই হাসপাতালে ছুটতে হয় পরীমণিকে।

ভার্টিগো হচ্ছে মাথা ঘোরা বা আক্রান্ত ব্যক্তির চারপাশের পরিবেশ ঘুরছে এমন অনুভূতি হওয়া। তার এ সমস্যার বিষয়টি নতুন করে পোস্টে উঠে আসায় দ্রুত সুস্থতা কামনা করেছেন অভিনেত্রীর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।