বুধবার

,

৫ই ফেব্রুয়ারি, ২০২৫

অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে খেলবেন সিনার-জেরেভ

এটিভি ইউএসএ নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেন খেলতে নেমেছিলেন রেকর্ড ১১ শিরোপা জয়ের আশা নিয়ে। তবে ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হলো সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচের। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে প্রথম সেটের পর পায়ের ইনজুরিতে কোর্ট ছাড়তে বাধ্য হন জকোভিচ। ফলে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের টিকিট পেলেন জকোভিচের প্রতিপক্ষ জার্মানির আলেকজান্ডার জেরেভ। আরেক সেমিফাইনালে আমেরিকার বেন শেলডনকে সরাসরি সেটে হারিয়ে ফাইনালে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন ইয়ান্নিক সিনার। তিনি জিতেছেন ৭-৬, ৬-২, ৬-২ গেমে।

টেনিস ক্যারিয়ারে এখনও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি জেরেভ। ২০২০ সালে ইউএস ওপেন এবং ২০২৪ সালে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হেরেছিলেন তিনি। এবার প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্নে বিভোর ২৭ বছর বয়সী জেরেভ।

এদিকে, সিনার ২০২৪ সালে অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেনে শিরোপা জয় করেন। তৃতীয় গ্র্যান্ডস্লাম শিরোপা হাতছানি দিচ্ছে ২৩ বছর বয়সী ইতালিয়ানকে। রবিবার আড়াইটায় ছেলেদের এককের ফাইনাল।