বুধবার

,

৫ই ফেব্রুয়ারি, ২০২৫

‘ইত্যাদি’র ঠাকুরগাঁও পর্বে থাকছে চমক, প্রচারিত হবে ৩১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার মধ্য দিয়ে ‘ইত্যাদি’ পা রেখেছে ৩৭তম বছরে।

‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে ঐতিহ্য ও আর্থ-সামাজিক সম্ভাবনার জেলা ঠাকুরগাঁওয়ে। মঞ্চ নির্মাণ করা হয়েছে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাজা টংকনাথের রাজবাড়ির সামনে।

নতুন এই পর্ব ৩১ জানুয়ারি শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে। বরাবরের মতো এবারও ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। এবারের পর্বে সংগীত পরিবেশন করেছেন দুই প্রজন্মের কণ্ঠশিল্পী রবি চৌধুরী ও সানিয়া সুলতানা লিজা। কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাশ।

এ ছাড়া অনুষ্ঠানের শুরুতেই রয়েছে ঠাকুরগাঁওকে নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য। পরিবেশন করেছেন স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী। কোরিওগ্রাফি করেছেন রোহিত খান, কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা, রাজীব, অয়ন চাকলাদার ও সানজিদা রিমি। গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীত আয়োজন করেছেন মেহেদী।

‘ইত্যাদি’র এবারের পর্বে ঠাকুরগাঁওয়ের সন্তান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বিশেষ সাক্ষাৎকার প্রচার হবে এবারের ইত্যাদিতে। সম্পূর্ণ অরাজনৈতিক এই সাক্ষাৎকার। যেখানে উঠে আসবে তার জীবনের অনেক অজানা কথা।

ঠাকুরগাঁওয়ের মঞ্চে এবার নাতিকে দেখা গেলেও দেখা যাবে না নানিকে।

বরাবরের মতো এবারও রয়েছে বেশ কিছু প্রতিবেদন। ‘ইত্যাদি’র নিয়মিত পর্ব ‘চিঠিপত্র’ ছাড়াও সমসাময়িক বিষয় ও প্রসঙ্গ নিয়ে এবং সমাজ সংস্কারের ওপর রয়েছে বেশ কিছু নাট্যাংশ। এসব পর্বে অংশ নিয়েছেন ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পীরা।