বুধবার

,

৫ই ফেব্রুয়ারি, ২০২৫

অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার

এটিভি ইউএসএ নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

টেনিস ক্যারিয়ারে তৃতীয়বার গ্র্যান্ড স্ল্যাম জিতলেন বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা ইয়ানিক সিনার।

রবিবারের ফাইনালে র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা জার্মানির অ্যালেকজান্ডার জেরেভকে প্রথম সেটেই ৬-৩ ফলে হারান সিনার। পরের সেটে অবশ্য খানিকটা ঘুরে দাঁড়ান জেরেভ। লড়াই গড়ায় টাইব্রেকার পর্যন্ত। কিন্তু শেষ পর্যন্ত হারতে হয় জেরেভকে। তৃতীয় সেটে বেশ ক্লান্ত হয়ে পড়েন জেরেভ। ৬-৩ ফলে সহজেই সেট জিতে যান ২৩ বছর বয়সী সিনার। তাতেই নিশ্চিত হয় অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ এককের শিরোপা।

মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনার ফাইনালে সিনার ছিলেন দুর্দান্ত। কখনোই ব্রেক পয়েন্টের মুখোমুখি হননি তিনি। তার শক্তিশালী সার্ভ এবং মজবুত সামর্থ্যের সামনে প্রতিপক্ষ জেরেভ ছিলেন বিবর্ণ। প্রথম সেটে সহজেই জয় পান সিনার, তবে দ্বিতীয় সেটে ফের লড়াই করে টাই-ব্রেক পর্যন্ত ম্যাচ নিয়ে যান জেরেভ। তবে সেটাও যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত দুই ঘণ্টা ৪২ মিনিটের লড়াইয়ে ট্রফি নিশ্চিত করেন ২৩ বছর বয়সী সিনার।