চীনের এআই কোম্পানি ডিপসিকের সাফল্যে বিশ্বের শীর্ষ ৫০০ ধনীরা সোমবার মোট ১০ হাজার ৮০০ কোটি ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে। এটি মূলত শেয়ার বাজারে প্রযুক্তি কোম্পানিগুলোর স্টক বিক্রি বেড়ে যাওয়ার কারণে হয়েছে। ডিপসিককে ঘিরে বাজার উদ্বেগ থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে মনে করছেন বিশ্লেষকরা। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
দরপতনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এআইয়ের সঙ্গে সম্পৃক্ত বিলিয়নেয়াররা। এনভিডিয়ার জেনসেন হুয়াংয়ের সম্পদ কমেছে ২ হাজার ১০ কোটি ডলার এবং ওরাকলের ল্যারি এলিসনের সম্পদ কমেছে ২ হাজার ২৬০ কোটি ডলার।
এ ক্ষতির তালিকায় আরো রয়েছে ডেলের মাইকেল ডেল যার ১ হাজার ৩০০ কোটি ডলার এবং বাইন্যান্সের চ্যাংপেং ঝাও যার ১ হাজারে ২১০ কোটি ডলার ক্ষতি হয়েছে।
সব মিলিয়ে প্রযুক্তি বিলিয়নিয়াররা প্রায় ৯ হাজার ৪০০ কোটি ডলার ক্ষতি সম্মুখীন হয়েছে এই দরপতনে। এটি মোট ক্ষতির ৮৫ শতাংশ।
চীনের এআই স্টার্টআপ ডিপসিক এরই মধ্যে ব্যবহারকারীদের মনোযোগ আকর্ষণ করেছে। যার ফলে ফ্রি চ্যাটবট অ্যাপটি বিশ্বব্যাপী ডাউনলোডের শীর্ষ উঠে আসে।
কোম্পানিটির ৫৬ লাখ ডলারের এআই মডেল সিলিকন ভ্যালির তৈরি অন্যান্য ব্যয়বহুল এআই মডেল চ্যালেঞ্জ করছে বলে জানিয়েছে প্রযুক্তি বিশেষজ্ঞরা। তারা আরো জানান, মূলত এ কারণেই আমেরিকার প্রযুক্তি কোম্পানিগুলোর বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
চীনের ওপর আমেরিকার রপ্তানি নিষেধাজ্ঞার ও উন্নত চিপের সীমিত অ্যাকসেস থাকা সত্ত্বেও ডিপসিকের এ সাফল্য অর্জন করতে পেরেছে। এটি এআই প্রযুক্তিতে সিলিকন ভ্যালির অত্যাধিক বিনিয়োগ ও ব্যয়কেও প্রশ্নবিদ্ধ করেছে।