রবিবার

,

২রা ফেব্রুয়ারি, ২০২৫

পরাশক্তির বিরুদ্ধে সামরিক শক্তির মহড়া চালালো ইরান

এটিভি ইউএসএ নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ইরানের পশ্চিমাঞ্চলে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে দেশটির সেনাবাহিনী। স্থানীয় সময় রবিবারের এই মহড়ায় অংশ নেয় ১০০টিরও বেশি হেলিকপ্টার। একে পরাশক্তির বিরুদ্ধে নিজেদের সক্ষমতার বহিঃপ্রকাশ বলে মনে করছেন সামরিক কর্মকর্তারা।

ইরানের কেরমানশাহ প্রদেশের কাসর-ই শিরিন এলাকার নাফতশাহরে আয়োজিত এই মহড়ায় উপস্থিত ছিলেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি।

তিনি জানান, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে যেকোনো হুমকি মোকাবিলায় বাহিনীর প্রস্তুতি বাড়ানোই এই মহড়ার উদ্দেশ্য।

মহড়ায় প্রথম পর্যায়ে ব্যবহৃত হয় ২০৫, ২০৬, ২০৯ এবং ২১৪ মডেলের একাধিক হেলিকপ্টার। দীর্ঘদিন ধরে অকেজো থাকা এই হেলিকপ্টারগুলোকে আধুনিকায়নের মাধ্যমে পুনরায় চালু করা হয়েছে।

এছাড়া এই মহড়ায় অংশ নেয় ৩৫তম বিশেষ ব্রিগেড, ৫৫তম এয়ারবোর্ন ব্রিগেড, ১৮১তম সাঁজোয়া ব্রিগেড, সেনাবাহিনীর এভিয়েশন ইউনিট, ইলেকট্রনিক যুদ্ধ ব্যাটালিয়ন এবং ড্রোনসহ অন্যান্য বিশেষ ইউনিট।

এছাড়াও মহড়ায় উপস্থিত ছিলেন স্থলবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হেইদারি। ডেপুটি অপারেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কারিম চাশাক। তারা জানান, বিশ্বের যেকোনো পরাশক্তির বিরুদ্ধে নিজেদের সক্ষমতার বহিঃপ্রকাশ এই মহড়া।