বুধবার

,

৫ই ফেব্রুয়ারি, ২০২৫

বিশ্বব্যাপী প্রাণঘাতী রোগের ওষুধ সহায়তা বন্ধ করে দিচ্ছেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ইউএসএইডের বিশ্বব্যাপী দেওয়া ওষুধ সহায়তা প্রদান বন্ধের নির্দেশ দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এতে গরীব দেশগুলোতে এইচআইভি, ম্যালেরিয়া, টিউবারকিউলোসিস এবং সদ্যোজাত শিশুদের জীবনরক্ষাকারী ওষুধ সরবরাহ বন্ধ হবে। এ নির্দেশ-সংক্রান্ত এক নথির বরাতে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

বার্তাসংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার থেকে ইউএসএইডের কন্ট্রাক্টর ও সহযোগীরা এই নির্দেশনা পেতে শুরু করেছে। তাদের অনতিবিলম্বে কার্যক্রম বন্ধ করতে বলা হয়েছে। গত ২০ জানুয়ারি ক্ষমতা নিয়েই নির্বাহী আদেশে বিশ্বব্যাপী আমেরিকান সহায়তা বন্ধ করেন ট্রাম্প। আমেরিকার যেসব দেশে সহায়তা করত সেগুলো পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। পর্যবেক্ষণ শেষ না হওয়া পর্যন্ত অন্তত আগামী ৯০ দিন সহায়তাগুলো বন্ধ থাকবে।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, গরীব দেশগুলোতে দেওয়া ওষুধ সহায়তা বন্ধের একটি নির্দেশনা পাঠানো হয়েছে চেমোনিকসের কাছে। তারা ইউএসএইডের হয়ে বিশ্বব্যাপী এইচআইভি, ম্যালেরিয়াসহ প্রাণঘাতি বিভিন্ন রোগের ওষুধ সহায়তা পাঠাত। এই নথিতে এইচআইভি, ম্যালেরিয়া, যক্ষ্মা, গর্ভনিরোধক এবং মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা সামগ্রী সরবরাহ বন্ধের কথা উল্লেখ করা হয়েছে। ইউএসএআইডি-এর একটি সূত্র এবং সংস্থাটির একজন সাবেক কর্মকর্তা রয়টার্সকে বিষয়টি জানিয়েছেন।

এ বিষয়ে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

তবে ইউএসএইডের গ্লোবাল হেলথের সাবেক প্রধান অতুল গাওয়ান্দে রয়টার্সকে জানান, এটি বিপর্যয়। আমেরিকার দান করা ওষুধ বিশ্বব্যাপী এইচআইভি আক্রান্ত ২ কোটি মানুষকে বাঁচিয়ে রেখেছে। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের কারণে এইচআইভির সংক্রমণ বাড়তে পারে। সঙ্গে অসুস্থরা আরও অসুস্থ হতে পারেন।