রবিবার

,

২রা ফেব্রুয়ারি, ২০২৫

বড় জয় দিয়ে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার কুয়ালামপুরে বড় জয় দিয়ে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ।

মঙ্গলবার সুপার সিক্সে গ্রুপ-১’এ নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ১০ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। ভারতের কাছে হেরেই সেমিফাইনালের আশা শেষ হয়ে যায় জুনিয়র টাইগ্রেসদের।

বৃষ্টির কারণে ১৩ ওভার নির্ধারিত হয়েছিল ম্যাচটি। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। ১৩ ওভারে ৬ উইকেটে ৫৪ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেন অমরিতা রামতাহাল।

নিশিতা আকতার নিশি ১১ রানে ৩টি, আনিসা আকতার সোবা ১৩ রানে ২টি উইকেট নেন।

জবাবে ৫৩ বল খেলেই বাংলাদেশের জয় নিশ্চিত করেন দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া ও জুয়াইরিয়া ফেরদৌস। ৩টি চারে দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন জুয়াইরিয়া। ১টি বাউন্ডারিতে ১৪ রান করেন ছোঁয়া।

ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের নিশি।

গ্রুপ পর্বে ৩ ম্যাচ খেলে ২টিতে জয় ও ১টিতে হেরে ৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে উঠে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে হারলেও নেপাল ও স্কটল্যান্ডকে হারিয়ে ‘ডি’ গ্রুপ রানার্স-আপ হয় বাংলাদেশ। এবারের আসরে গ্রুপ পর্ব ও সুপার সিক্স মিলিয়ে ৫ ম্যাচে ৩টিতে জয় ও ২টিতে হারলো বাংলাদেশ।