বুধবার

,

৫ই ফেব্রুয়ারি, ২০২৫

চলো আমরা দ্রুত বাংলাদেশে ফিরে যাই, ডা. জাহিদকে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দেশে ফেরার জন্য খালেদা জিয়া অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

সোমবার উনি (খালেদা জিয়া) বলেছিলেন, ‘চলো আমরা দ্রুত বাংলাদেশে ফিরে যাই। দেশই আমাদের জন্য ভালো।’ মঙ্গলবার যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া দেশে ফেরার জন্য অত্যন্ত উদগ্রীব। গতকালও তিনি বলেছিলেন, চলো আমরা দ্রুত বাংলাদেশে ফিরে যাই। দেশই আমাদের জন্য ভালো। দেশনেত্রী দেশে ফেরার জন্য অত্যন্ত আগ্রহী। তার বেশ কিছু পরীক্ষা আমরা করিয়েছি, কিন্তু তার রিপোর্ট এখনো পাইনি। সেগুলো পাওয়ার পর পরই সিদ্ধান্ত হবে, তিনি কত দ্রুত বাংলাদেশে ফিরে যাবেন।

জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন। ছেলে তারেক রহমান এবং দুই ছেলের বউ ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমানসহ তিন নাতনির সঙ্গে একসঙ্গে থাকেন। স্বাভাবিকভাবে মানুষ যখন তার নিকট আত্মীয়ের সঙ্গে থাকেন তখন অনেকটা প্রফুল্ল থাকেন। চিকিৎসকসহ সবার নিরলস প্রচেষ্টায় তিনি অনেকটা আগের চেয়ে সুস্থ আছেন। শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল।

তিনি বলেন, আমরা সবার কাছে কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই ওনার সুস্থতার জন্য দোয়া করেছেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করি। তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন।

ডা. জাহিদ বলেন, দেশের সার্বিক অবস্থা যে দিকে যাচ্ছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি মানসিকভাবে আপনাদের পাশে আছেন এবং থাকতে চান। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি আগেও যেমন আপসহীন ছিলেন, এখনো তিনি মনে করেন দ্রুততার সঙ্গে দেশে গণতন্ত্র ফিরে আসবে। মানুষ একটি গণতান্ত্রিক পরিবেশ পাবে। দেশের মালিক জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। সে লক্ষ্যেই তিনি কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন।

৭ জানুয়ারি খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেসে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়েন। ৮ জানুয়ারি সেখানে পৌঁছালে ‘দ্য লন্ডন ক্লিনিকে’ তাকে ভর্তি করা হয়। টানা ১৭ দিন নানা পরীক্ষা-নিরীক্ষার পর ২৪ জানুয়ারি দ্য লন্ডন ক্লিনিক থেকে ছেলে তারেক রহমানের বাসায় উঠেছেন। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে তিনি প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।