রবিবার

,

২রা ফেব্রুয়ারি, ২০২৫

সাদাকালোয় আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সাদাকালো ছবিতে আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এ ছবিতে মেলানিয়ার গাঢ় রঙের পোশাক, দাঁড়ানোর ভঙ্গি এবং অভিব্যক্তি অনেকেরই নজর কেড়েছে।

এরই মধ্যে ছবিটি আমেরিকা ছাড়াও বিভিন্ন দেশের গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

বিবিসি জানিয়েছে, সোমবার মেলানিয়ার এ ছবি প্রকাশ করেছে হোয়াইট হাউস।

দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরদিন হোয়াইট হাউসের ইয়েলো ওভাল রুমে তোলা হয়েছে মেলানিয়ার ছবিটি। ওয়াশিংটন মনুমেন্টকে পেছনে রেখে মেলানিয়া ছবিটি তুলেছেন।

মেলানিয়ার দাপ্তরিক এই ছবিটি তুলেছেন প্রখ্যাত আলোকচিত্রী বেলজিয়ামের রেগিনি মাহাউক্স। যিনি গত দুই দশকের বেশি সময় ধরে ট্রাম্প পরিবারের ছবি তুলছেন।

ছবিটি সাদাকালো, তাই শার্টের ওপরে কি রঙের বিজনেস স্যুট পড়েছেন তা বোঝা যাচ্ছে না। সোনালি চুল ছড়িয়ে দিয়েছেন কাঁধের এক পাশে। কাঁচের একটি বড় টেবিলে দুই হাত রেখে দাঁড়িয়ে আছেন তিনি।

সাবেক মডেল মেলানিয়া ট্রাম্পের ফ্যাশন এবং তার পছন্দ-রুচি বরাবর আলোচনায় এসেছে।

মেলানিয়ার ছবি নিয়ে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের শিল্প ইতিহাস বিভাগের ফ্যাকাল্টি পরিচালক গুয়েনদোলেন দুবোইস শয়ের ভাষ্য- ফার্স্ট লেডির আত্মবিশ্বাসী, ধীরস্থির এবং অভিজাত রূপ প্রকাশ পেয়েছে।

ছবিটি তোলার জন্য নিজেদের আলোকচিত্রীকে বেছে নেওয়ার বিষয়টিও প্রশংসা করেছেন ফ্যাকাল্টি পরিচালক।

পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের শিল্প ইতিহাস বিভাগের ফ্যাকাল্টি পরিচালক গুয়েনদোলেন বলেন, এই ছবির বার্তা হলো- ফার্স্ট লেডি প্রান্তিক জায়গা থেকে ওভাল অফিসের কেন্দ্রে চলে এসেছেন।

ফ্যাশন সমালোচক এলি ভায়োলেট ব্রামলি বলেছেন, ফার্স্ট লেডির পোশাক থেকে শুরু করে দাঁড়ানোর ভঙ্গি কেবল শক্তি বহণ করছে না, মানবিকতাও তুলে ধরেছে।

ট্রাম্প যখন প্রথমবার ২০১৭ সালে প্রেসিডেন্টের দায়িত্ব নেন, তখনও মেলানিয়ার দাপ্তরিক ছবি তুলেছিলেন মাহাউক্স।

মাহাউক্স বলেন, দ্বিতীয়বারের মতো দাপ্তরিক ছবি তোলার সুযোগ পেয়ে আমি সত্যিই সম্মানিত। মেলানিয়া ট্রাম্পের মতো অনুপ্রেরণাদায়ী নারীর সঙ্গে কাজ করা একজন আলোকচিত্রীর জন্য বড় সুযোগ। তিনি নিখুঁতভাবে কাজ করতে পছন্দ করেন এবং সৃজনশীল কাজে জড়িত।