রবিবার

,

২রা ফেব্রুয়ারি, ২০২৫

বিপিএলে জয় পেলো চিটাগং ও বরিশাল

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বিপিএলে বুধবারের প্রথম খেলায় রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে চিটাগং কিংস। প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। জবাবে পাঁচ উইকেট হারিয়ে তা টপকে যায় চিটাগং কিংস।

দিনের দ্বিতীয় খেলায় ঢাকা ক্যাপিটালসকে ৯ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। ঢাকার সংগ্রহ করা ৭৩ রানের টার্গেট এক উইকেট হারিয়ে ইনিংসের সপ্তম ওভারেই পেরিয়ে যায় বরিশাল। এর মধ্য দিয়ে দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে বরিশাল।

এদিন মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ঢাকা ক্যাপিটালসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বরিশাল। আগে ব্যাট করতে নামা ঢাকার ওপেনার লিটন দাস ৮ বলে ১০ রান করেন।

আর লিটনের বিদায়ের পর একের পর এক ব্যাটার এসেছেন আর আউট হয়েছেন। একই ওভারে তিনে নামা রিয়াজ হাসানের উইকেট হারায় ঢাকা। কিছুক্ষণ টিকে থাকলেও ওপেনার তানজিদ হাসান তামিম আউট হন ১৪ বলে ৭ রান করে।

পাওয়ার-প্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮ রান তোলে ঢাকা ক্যাপিটালস। পাওয়ারপ্লে শেষেও চলেছে ব্যাটারদের আসা-যাওয়া। ৪১ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে অল্পতেই অলআউটের ক্ষণ গুনতে থাকে ঢাকা। ১৫.৩ ওভারে ৭৩ রান তুলে অলআউট হয় ঢাকা।

বরিশালের হয়ে ৩টি করে উইকেট নেন ফাহিম আশরাফ, মোহাম্মদ নবী এবং তানভীর ইসলাম। ১টি উইকেট শিকার করেন জেমস ফুলার।

জবাবে ওপেনিং জুটিতে অধিনায়ক তামিম ইকবাল এবং তাওহিদ হৃদয় মিলে তোলেন ২১ রান। ৯ বলে ১৫ রান করে আউট হয়েছেন হৃদয়। তিনে নেমে তামিমের সঙ্গে যোগ দেন ডেভিড মালান।

ব্যাট হাতে দারুণ সাবলীল ছিলেন তামিম ও মালান। দুজনের আগ্রাসী ব্যাটিংয়ে জয়ের পথে এগোতে থাকে বরিশাল। ফলে সহজ হয়েছে দলের জয়।

১৬ বলে ৩৭ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মালান। আর ১৪ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন তামিম।

৮১ বল এবং ৯ উইকেট হাতে রেখে হেসেখেলে জয়ের বন্দরে পৌঁছে যায় ফরচুন বরিশাল। এই জয়ে নিশ্চিত হয়েছে বরিশালের প্রথম কোয়ালিফায়ারে খেলা। তাদের প্রতিপক্ষ হওয়ার দৌড়ে আছে রংপুর রাইডার্স এবং চিটাগং কিংস। প্রথম আট ম্যাচ জিতে শীর্ষে থেকেই প্লে-অফ নিশ্চিত করেছিলো রংপুর। টানা তিন ম্যাচ হেরে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে দ্বিতীয়স্থানে এখন রংপুর। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে চট্টগ্রাম।