অভিনয়ে দুই দশক পার করেছেন নাট্যতারকা অপূর্ব। অন্যদিকে এই প্রজন্মের অভিনেত্রী নাজনীন নাহার নীহা। ভালোবাসা দিবসের নাটক ‘মন-দুয়ারী’তে এবার জুটি বাঁধলেন এই দুই শিল্পী।
নাটকটি যৌথভাবে লিখেছেন নাসির খান ও জাকারিয়া সৌখিন। ভালোবাসা দিবস উপলক্ষে রোমান্টিক গল্পের নাটকটি মুক্তি পাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
শুটিং শেষে নীহার প্রশংসায় অপূর্ব বলেন, ‘ওর মধ্যে প্রচণ্ড সম্ভাবনা আছে। ও শিখতে চায়, শিখে অভিনয় করতে চায়। এটাই ওর বড় গুণ। এ নাটকে নীহা এত ভালো করেছে, না দেখলে বিশ্বাস হবে না।’
অন্যদিকে নীহার যেন স্বপ্ন পূরণ হলো এ নাটক করে। তাঁর ভাষ্য, ‘অপূর্ব ভাইয়ার সঙ্গে অভিনয় করার স্বপ্ন ছিল। সে স্বপ্ন পূরণ হয়েছে। আমি অনেক খুশি।’
গল্প প্রসঙ্গে পরিচালক জানান, দাদিকে আমেরিকা নিয়ে যেতে নিউ ইয়র্ক থেকে ঢাকায় এসেছেন অমিত। কিন্তু পরিবারের লোকজন দাদিকে ছাড়তে রাজি নন। দেশে থাকা অবস্থায় নন্দিনীর সঙ্গে অমিতের পরিচয়। ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুজন। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী।
ঢাকা, নবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন জায়গায় টানা ১৩ দিন শুটিং হয়েছে নাটকটির। এতে আরো আছেন দিলারা জামান, আমিনুর রহমান বাচ্চু, শফিউল আলম বাবু প্রমুখ।