রবিবার

,

২রা ফেব্রুয়ারি, ২০২৫

২০২৬ সালে এলডিসি গ্র্যাজুয়েট হতে যাচ্ছে বাংলাদেশ : বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, ‘আগামী ২০২৬ সালের মধ্যে এলডিসি গ্র্যাজুয়েট হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে বাংলাদেশ। এলডিসি গ্র্যাজুয়েট হিসেবে আমাদেরকে সেভাবে প্রস্তুত থাকতে হবে’।

শুক্রবার রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, জন আকাঙ্ক্ষা পূরণে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে বিনিয়োগ পরিবেশ তৈরির কাজ করছে সরকার। ব্যক্তি খাতের অংশগ্রহণের মাধ্যমে আমরা যদি সক্ষমতা তৈরি করতে না পারি, পণ্যের উৎপাদন ব্যয় কমাতে না পারি, তাহলে এলডিসি উত্তরণকালে অনেক চ্যালেঞ্জ তৈরি হবে। দেশে বেকারত্বের হারও বেড়ে যাবে।

এলডিসির চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষেত্রে পূর্বের অনেক সুবিধা থেকে বাংলাদেশ বঞ্চিত হবে উল্লেখ করে বশির উদ্দীন বলেন, সেসব চ্যালেঞ্জ মোকাবেলায় স্থানীয় আমদানিকে উদার করতে হবে। প্রতিযোগিতায় টিকতে না পারলে ক্ষতিগ্রস্ত হতে হবে। সরকারের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে ১৮টি সেবা একটি মাধ্যমে দেওয়ার লক্ষ্যে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো চালু করা হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে জানানো হয়, এবারে মেলায় মোট ৩৪৩টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়। এরমধ্যে ভারত, পাকিস্তান, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর এই সাত দেশের ১১টি প্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় মোট ৩৬১টি স্টল ও প্যাভিলিয়ন ছিল। মেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা হয় জুলাই চত্বর ও ছত্রিশ চত্বর। সঙ্গে দেশের তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধকরণে তৈরি করা হয় ইয়ুথ প্যাভিলিয়ন। যা দর্শনার্থীদের নজর কাড়তে সক্ষম হয়।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি বিবিসিএফইসিতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫ শুরু হয়েছিল। মাসব্যাপী এই মেলা বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে আয়োজন করে। বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে মোট ৫১টি স্টল ও প্যাভিলিয়নকে সেরা অংশগ্রহণকারীর পুরস্কার দেওয়া হয়।