রবিবার

,

২রা ফেব্রুয়ারি, ২০২৫

বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমায় একসাথে জুমার নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি। নামাজে ইমামতী করেছেন বাংলাদেশি মাওলানা জোবায়ের হোসেন।

শুক্রবার টঙ্গীর তুরাগ তীরে বেলা ২টার দিকে জুমার নামাজ শুরু হয়। জুমার নামাজে অংশ নিতে রাজধানীসহ আশপাশের জেলা থেকে যান মুসল্লিরা। রেলপথ, সড়কপথ, নৌপথসহ বিভিন্ন যানবাহনে এবং অনেকে হেঁটে এসে শরিক হন এই বৃহত্তম জুমার জামাতে।

এদিকে ৫৮তম বিশ্ব ইজতেমায় শুক্রবার বিকেল পর্যন্ত তিন মুসল্লির মৃত্যু হয়েছে বলে আয়োজক কমিটি ও টঙ্গী সরকারি হাসপাতাল সূত্রে জানা গেছে। এই তিনজন হলেন খুলনার ডুমুরিয়া বাজার গ্রামের আব্দুল কুদ্দুস গাজী (৬০), ঠাকুরগাঁও জেলার আমিরুল ইসলাম (৪৬) এবং শেরপুর জেলার শ্রীবরদী থানার রানী শিমুল গ্রামের সাবেদ আলী (৭০)। তাঁদের জানাজা ইজতেমা ময়দানেই অনুষ্ঠিত হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার মাগরিবের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। এখানে ঢাকার একাংশসহ বাংলাদেশের ৪১ জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। ৩০টির মতো দেশের হাজারো বিদেশি মেহমান আছেন। উর্দু ভাষার মূল বয়ান বাংলা ছাড়াও ইংরেজি, আরবি, ফার্সিসহ কয়েকটি ভাষায় রূপান্তর করা হচ্ছে।

আয়োজকরা জানান, দ্বিতীয় ধাপের ইজতেমা চলবে ৩-৫ ফেব্রুয়ারি পর্যন্ত। দুই ধাপে দুটি আখেরি মোনাজাত শেষ হবে শুরায়ি নেজামের আয়োজন।

এরপর ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাদপন্থীদের ইজতেমা। ফলে এবারই তিনটি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমা।