আমেরিকার ওয়াশিংটন ডিসির পর এবার পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়ায় শুক্রবার রাতে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। লিয়ারজেট ফাইভ ফাইভ এয়ার এ্যাম্বুলেন্সটির ছয়জন আরোহীসহ নিচে গাড়িতে অবস্থানরত একজন মারা গেছেন; আহত হয়েছেন অন্তত ১৯ জন। দ্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী ফিলাডেলফিয়া রুজভেল্ট মলের কাছে এই ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুর্ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন।
এই ঘটনার মাত্র দু’দিন আগেই ওয়াশিংটনের রোনাল্ড রেগ্যান জাতীয় বিমানবন্দরের কাছে একটি যাত্রীবাহী বিমান এবং সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে ৬৭ জন নিহত হন।
সংবাদসংস্থা এফপি সূত্রে খবর, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বিমানটি ফিলাডেলফিয়ার একটি শপিং মলের উপর ভেঙে পড়ে। আশপাশের বাড়িতেই আগুন লেগে যায়। বহুদূর থেকে সেই আগুনের শিখা দেখা যাচ্ছিল। বিমানটিতে ছয় জন আরোহী ছিলেন। এর মধ্যে শিশুও ছিল। তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। আশঙ্কা করা হচ্ছে সকলেরই মৃত্যু হয়েছে।
বিমান সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, কোনও যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা কম। এই দুর্ঘটনার ফলে যদি কেউ আহত হয়ে থাকেন তাঁদের উদ্ধার করার কাজ চলছে। বিমানের ফ্লাই তথ্যে দেখা গিয়েছে, সন্ধ্যা ৬:০৬ মিনিটে বিমানবন্দর থেকে ফ্লাই করার পর ১,৬০০ ফুট উচ্চতায় ওঠে যায়। এর প্রায় ৩০ সেকেন্ড পরে রাডার থেকে অদৃশ্য হয়ে যায় বিমানটি।
পেনসিলভানিয়া গভর্নর জোশ শাপিরো সংবাদ সম্মেলনে এই দুর্ঘটনাকে ‘ভয়াবহ বিমান বিপর্যয়’ বলে অভিহিত করেছেন। বিমান দুর্ঘটনার পরপরই জরুরি ব্যবস্থাপনা অফিস থেকে এক্স-এ লেখা হয়, ‘রুজভেল্ট মলের বিপরীতে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার কটম্যান এবং বুস্টেলটন অ্যাভিনিউয়ের কাছে বড় ঘটনা ঘটেছে। রুজভেল্ট বুলেভার্ডের কিছু অংশসহ এলাকার রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। আপতত সেই এলাকা এড়িয়ে চলুন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সারি সারি বাড়ির কাছে বিমানটি বিধ্বস্ত হয়ে পড়েছে। বেশ কয়েকজন দমকল কর্মী ও জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট FlightAware-এর তথ্য অনুসারে, প্লেনটি মেড জেটস নামে একটি কোম্পানি দ্বারা তৈরি এবং ফ্লোরিডা থেকে ফিলাডেলফিয়ায় চার ঘণ্টারও কম আগে পৌঁছেছিল।
এই দুর্ঘটনা প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা রায়ান তিয়ান ( ২৩), ফিলাডেলফিয়া ইনকোয়ারারকে জানান, তিনি প্রথমে বিকট শব্দ শুনতে পান এবং তার গোটা বাড়ি কেঁপে ওঠে। তার কথায়, ‘বড় ধরনের একটি বিস্ফোরণ ঘটেছিল, তাই এক সেকেন্ডের জন্য আমি ভেবেছিলাম যে কোনও হামলা হয়েছে কি না।’