বুধবার

,

৫ই ফেব্রুয়ারি, ২০২৫

সিরিয়ার উত্তরাঞ্চলে গাড়িবোমা বিস্ফোরণে ১৫ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তরাঞ্চলীয় নগরী মানবিজের কাছে সোমবার এক গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে।

দামেস্ক থেকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে এএফপি জানায়, অঞ্চলটিতে কুর্দি-নেতৃত্বাধীন বাহিনী ও তুরস্ক সমর্থিত গোষ্ঠীগুলোর সাথে লড়াই চলছে।

হোয়াইট হেলমেট পরিহিত উদ্ধারকারীদের উদ্ধৃতি দিয়ে সানা জানায়, স্থানীয় একটি সড়কে কৃষি শ্রমিক বহনকারী একটি বাসের কাছে গাড়ি বোমা বিষ্ফোরণে ১৪ জন নারী ও এক পুরুষ নিহত হয়। ওই হামলায় আরো ১৫ জন নারী আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

তবে আমেরিকাভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইট্স জানিয়েছে ওই বিস্ফোরণে ১৯ জন নিহত হয়, যাদের ১৮ জনই নারী। কৃষিকর্মী বহনকারী একটি গাড়ির পাশে বোমাটি বিস্ফোরিত হয়।