প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে ৯ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। প্রথমে ব্যাট করতে নামা চিটাগং-এর ৯ উইকেটে ১৪৯ রান মাত্র ১ উইকেট হারিয়েই টপকে যায় বরিশাল।
এ নিয়ে টানা দ্বিতীয়বারের মত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে উঠলো ফরচুন বরিশাল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান করে চট্টগ্রাম। পেসার মোহাম্মদ আলি ২৪ রানে ৫ উইকেট নেন। জবাবে ওপেনার তাওহিদ হৃদয়ের হাফ-সেঞ্চুরিতে ১৬ বল হাতে রেখেই ১ উইকেটে ১৫০ রান তুলে ফাইনালের টিকিট নিশ্চিত করে বরিশাল। হৃদয় ৫৬ বলে অপরাজিত ৮২ রান করেন।
এলিমেনেটর ম্যাচে খুলনা টাইগার্স-এর কাছে ৯ উইকেটে হেরে বিপিএল থেকে বিদায় নিয়েছে রংপুর রাইডার্স। প্রথমে ব্যাট করে ৮৫ রানে অলআউট হয় রংপুর। জবাবে ইনিংসের প্রায় অর্ধেক বাকি থাকতেই জিতে যায় খুলনা।
৫ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফাইয়ারে মুখোমুখি হবে খুলনা ও চিটাগং।