ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছেন বলে দাবি বাংলাদেশ নারী ফুটবল দলের ফরোয়ার্ড মাতসুশিমা সুমাইয়ার।
সাফজয়ী ফুটবলার সুমাইয়া মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লেখা স্ট্যাটাসে এমন অভিযোগ করেছেন তিনি।
সুমাইয়া লেখেন, ‘আসসালামু আলাইকুম। আমার নাম মাতসুশিমা সুমাইয়া। আমি বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড়। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী হিসেবে আন্তঃস্কুল প্রতিযোগিতা থেকে শুরু করে মালদ্বীপে লিগ খেলা ও শিরোপা জেতা এবং বাংলাদেশের হয়ে ২০২৪ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জেতা পর্যন্ত যাত্রাটা আমার জন্য ভালো-মন্দ মিলিয়েই ছিল।’
তিনি বলেন, ‘যখন থেকে আমি এই ফুটবলের পথটি বেছে নিয়েছি, আমার স্বপ্ন ছিল তরুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা, যাদের বাবা-মা চান তারা শুধু পড়াশোনায় মনোনিবেশ করুক। আমি দেখাতে চেয়েছিলাম, খেলার প্রতি আবেগ ও নিবেদন সব প্রতিবন্ধকতা ভেঙে দিতে পারে। কিন্তু আজ আমার অনুশোচনা হচ্ছে যে—আমার শিক্ষা, আমার পরিবার, আমার ঈদ— সব কিছু এমন একটি দেশের সেবা করার জন্য, যে দেশ আমাদের লড়াইয়ের প্রশংসাই করতে জানে না।’
মাতসুশিমা সুমাইয়া লিখেছেন, ফুটবল খেলার জন্য আমি আমার বাবা-মায়ের সাথে লড়াই করেছি, শুধু এই বিশ্বাসে যে, আমার দেশ আমার পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। সত্যিই কেউ একজন ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তা করে না। আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, সেটা সম্পর্কে আমার ও সতীর্থদের জন্য ইংরেজিতে একটি চিঠি লেখার ন্যূনতম যোগ্যতা আমার আছে। গত কয়েক দিন ধরে আমি অসংখ্যবার হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছি। সেসব কথাগুলো আমাকে এমনভাবে ভেঙে দিয়েছে, যা আমি কল্পনাও করিনি।
তিনি বলেন, ‘আমি জানি না এ মানসিক আঘাত কাটিয়ে উঠতে আমার কত সময় লাগবে। তবে আমি নিশ্চিত যে শুধু স্বপ্ন পূরণ করার জন্য আর কাউকেই যেন এসবের মধ্য দিয়ে যেতে না হয়।’