রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে হুমায়ুন আহমেদের স্ত্রী অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, আগামীকাল সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে তোলা হবে। তাকে রিমান্ডে নেওয়ারও আবেদন করা হবে বলেও জানান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময়ই সরব শাওন। সম্প্রতি তার রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। এসব কর্মকান্ডকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মনে করছেন সরকার সংশ্লিষ্টরা। যারা কারণে রাতভর ডিএমপির গোয়েন্দা শাখার জেরার মুখোমুখি হতে হয়েছে এ অভিনেত্রীকে।
এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং সন্ধ্যায় তার জামালপুরের গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী শাওন ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
মেহের আফরোজ শাওন একাধারে অভিনেত্রী, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, পরিচালক ও স্থপতি। তাঁর বাবা মোহাম্মাদ আলী ও মা তহুরা আলী। তহুরা আলী আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন। শাওনের গ্রামের বাড়ি জামালপুর জেলার নরুন্দিতে।