বৃহস্পতিবার

,

১০ই এপ্রিল, ২০২৫

গুগল সার্চের ক্ষেত্রে এআই গবেষণা ও ব্যবহার বাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

২০২৫ সালে গুগল সার্চে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। খবর টেকক্রাঞ্চ।

সুন্দর পিচাই বলেন, ‘এআই মানুষের জিজ্ঞাসার পরিধি ক্রমাগত বিস্তৃত করছে। তাই ২০২৫ সাল হতে যাচ্ছে সার্চ প্রযুক্তির অন্যতম বৃহত্তম উদ্ভাবনের বছর। গুগল সার্চে আরো বেশি এআই ফিচার যুক্ত করার পরিকল্পনা করছে। এ কাজ নিয়োজিত ডিপমাইন্ড। তাছাড়া গুগল সার্চ ধীরে ধীরে একটি এআই সহকারীর মতো হয়ে উঠছে, যা ইন্টারনেট ব্রাউজ করবে, ওয়েবসাইট পর্যবেক্ষণ করবে ও সরাসরি উত্তর দেখাবে।

গুগল কয়েক বছর ধরেই সার্চ ফলাফল উন্নত করতে কাজ করছে। তবে ২০২২ সালে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি উন্মুক্ত হওয়ার পর থেকে সার্চের ক্ষেত্রে এআই নিয়ে গবেষণা ও এর ব্যবহার বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। কারণ তখন চ্যাটজিপিটির ব্যবহার বেড়ে যাওয়ায় গুগল বেশ চাপে ছিল। বিশ্লেষকরা মনে করছেন, নতুন এ পরিবর্তনের কারণে গুগলের ট্রাফিকের ওপর নির্ভরশীল ওয়েবসাইট ও গুগল সার্চে বিজ্ঞাপন দেয়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বড় প্রভাব পড়তে পারে।