দক্ষতা বিবেচনায় কর্মীদের চাকরি থেকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এআই এবং দক্ষতার দিক বিবেচনায় প্রায় চার হাজার কর্মী ছাটাই করতে যাচ্ছে মার্ক জাকারবার্গের মালিকানাধীন এই কম্পানি।
ফেসবুকের মাদার কোম্পানি মেটা জানিয়েছে, প্রতিষ্ঠানটির বিভিন্ন দেশের শাখা থেকে অদক্ষ কর্মীদের ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে সতর্ক করে কর্মীদের নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিভিন্ন দেশের শাখাগুলো থেকে অদক্ষ কর্মীদের ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে মেটা। এ ব্যাপারে সতর্ক করে গত শুক্রবার কর্মীদের এক নোটিশ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রায় ৪ হাজার কর্মীকে ছাঁটাই করবে মেটা যা তাদের মোট কর্মীর ৫ শতাংশ। ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার ১২টিরও বেশি দেশের কর্মীরা ১১-১৮ ফেব্রুয়ারি মধ্যে চাকরি হারানোর নোটিফিকেশন পাবেন। তবে এই ছাঁটাই তালিকায় জার্মানি, ফ্রান্স, ইতালি এবং নেদারল্যান্ডসের কর্মীরা অন্তর্ভুক্ত হবেন না।
মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা ও ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ গত জানুয়ারিতে কর্মীদের উদ্দেশে বলেছিলেন, দক্ষতার ভিত্তিতেই কর্মী রাখা হবে, অদক্ষদের জন্য মেটাতে সুযোগ নেই।
অভিজ্ঞ কর্মীদের নিয়ে কম্পানির ভবিষ্যৎ নির্ধারণ করা হবে। কম অভিজ্ঞদের চাকরিচ্যুত করা হবে। তবে ছাঁটাই হওয়া কর্মীরা নির্দিষ্ট পরিমাণ ভাতা পাবেন বলেও জানান তিনি।
মেটার সিইও মার্ক জাকারবার্গ জানুয়ারিতে কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, দক্ষতার ভিত্তিতেই কর্মী রাখা হবে, অদক্ষদের জন্য মেটাতে সুযোগ নেই। অভিজ্ঞ কর্মীদের নিয়ে কোম্পানির ভবিষ্যত নির্ধারণ হবে। নিম্ন অভিজ্ঞদের চাকরিচ্যুত করা হবে। তবে ছাঁটাই হওয়া কর্মীরা নির্দিষ্ট পরিমাণ ভাতা পাবেন বলেও জানান তিনি।
মেটার মানবসম্পদ বিভাগের ভাইস প্রেসিডেন্ট জেনেল গেইল বলেন, চাকরি হারানো কর্মীরা একটি ইমেইল পাবেন।