সাগরের তলদেশে ইন্টারনেট কেবল স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে মেটা। ওয়াটারওয়ার্থ প্রকল্পের আওতায় বিশ্বজুড়ে ৫০ হাজার কিলোমিটার সাব-সি কেবল (তার) স্থাপন করবে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রকল্প ওয়াটারওয়ার্থের আওতায় আমেরিকা, ভারত, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও অন্যান্য অঞ্চলকে সংযুক্ত করা হবে এবং এটি সম্পন্ন হলে পানির তলদেশের বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্প হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো অ্যাপের প্রতিষ্ঠাতা এই টেক-জায়ান্ট প্রতিষ্ঠানটি।
বর্তমানে মেটা কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) অন্যান্য প্রযুক্তি খাতে নিজেদের উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে। মেটার তথ্যানুসারে, নতুন এই প্রকল্প পাঁচটি প্রধান মহাদেশের মধ্যে সংযোগ করে দেবে। এর এআই প্রকল্পগুলোকে সহায়তাও করবে।