বৃহস্পতিবার

,

১০ই এপ্রিল, ২০২৫

জটিল রোগের ওষুধ খুঁজে দিল এআই

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতা উন্নত হচ্ছে দিন দিন। চিকিৎসা বিজ্ঞানেও কৃত্রিম বুদ্ধিমত্তা সাহায্য করছে চিকিৎসকদের। এবার জটিল রোগের ওষুধ খুঁজে দিল আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স।

সুপার বাগের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চলছিল। লন্ডনের জন পেনাডেস এই বিষয়ে গবেষণা করছেন। এআই-কে বাগ সংক্রান্ত তথ্য দিতেই ৪৮ ঘন্টার মধ্যে খুঁজে দিয়েছে এর ওষুধ। যা দেখে রীতিমতো অবাক ওই প্রবীণ বিজ্ঞানী। কীভাবে এট সম্ভব হলো, তার বিশ্লেষণ চলছে এখন।

সুপার বাগ এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়া বা ছত্রাক। এটি বহু অ্যান্টিবায়োটিককেই বিফল করে দিয়েছে। এই জীবাণুর সংক্রমণ শরীরে ছড়ালে তার থেকে সহজে মুক্তি পাওয়া কঠিন। কোনও কারণে কেউ অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খেলে তার শরীরে নিজে থেকে এই বাগ জন্ম নেয়। পাশাপাশি এর ক্ষমতা এতটাই বেশি যে ওষুধ দিয়ে সহজে মেরেও ফেলা যায় না। কিন্তু এআই-এর কাছে এটি সমস্যা ছিল না। সুপার বাগকে ধ্বংস করার ওষুধ কী, কীভাবে সেই ওষুধ বানাতে হবে, সেই তথ্যও জানিয়ে দিয়েছে এআই।

গবেষকদের ধারণা, এই ওষুধ যত দ্রুত তৈরি করা যাবে, তত দ্রুতই সুপারবাগকে বিদায় জানানো সম্ভব। তবে এআইকে এখনই এত গুরুত্ব দিতে নারাজ অনেক বিজ্ঞানী। তাদের কথা, ওষুধ প্রয়োগ করার পর পার্শ্বপ্রতিক্রিয়া কেমন হচ্ছে সেটাও দেখতে হবে।