বৃহস্পতিবার

,

১০ই এপ্রিল, ২০২৫

বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন ‘বাংলাদেশ স্যাটেলাইট’

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ রাখা হয়েছে। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১)-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় পরিচিতি বিস্তৃত করা এবং প্রযুক্তি প্রকল্পগুলোর নাম নিরপেক্ষ করার নীতির অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই নাম পরিবর্তনের ফলে স্যাটেলাইটের প্রযুক্তিগত কার্যক্রম, বাণিজ্যিক কার্যক্রম ও আন্তর্জাতিক অংশীদারির ওপর কোনো প্রভাব পড়বে না। তবে পুনঃ ব্র্যান্ডিংয়ের জন্য কিছু আনুষ্ঠানিক পরিবর্তন আনতে হতে পারে।