নির্মাতা রায়হান রাফীর জন্মদিন ছিল সোমবার। বিশেষ এই দিনের একটি ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। ছবিতে দেখা যায়, নিজ বাসায় কেক কাটছেন রাফি। যেখানে তার একপাশে ছিলেন মা, অন্যপাশে ছিলেন নায়িকা তমা মির্জা।
অনেক দিন ধরেই নির্মাতা রায়হান রাফী ও অভিনেত্রী তমা মির্জা প্রেম করছেন বলে গুঞ্জন চলছিল শোবিজ অঙ্গনে। যদিও মাঝে তাদের মধ্যে দূরত্ব বেড়েছে বলে শোনা গেছে। সেসব ছাপিয়ে এবার গুঞ্জন উঠেছে যে রাফী-তমা নাকি চুপিসারে বিয়ে করে ফেলেছেন।
রাফি ও তমার ঘনিষ্ঠজনেরা বলছেন, এই দুই তারকা জুটি বিয়ে করেছেন। বর্তমানে তারা সংসারও করছেন। যদিও রাফি বা তমার পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি।
জন্মদিনে একান্ত ঘনিষ্ঠজনদের পাশে রেখেই সাধারণত কেক কাটেন সবাই। এ ধারণা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। শুভাকাঙ্খীদের কেউ কেউ শুভেচ্ছা জানাচ্ছেন।
চারদিকে যখন রাফী-তমার সম্পর্ক নিয়ে মিষ্টি-মধুর চর্চা, তখন ফেসবুকে তমা জানালেন, এসব তথ্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। তিনি আহ্বান জানালেন এ ধরনের তথ্য প্রচার না করার। তিনি লিখেছেন, ‘জোর আহ্বান জানাচ্ছি এই ধরনের বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও অপ্রয়োজনীয় কথা ছড়ানো থেকে বিরত থাকার জন্য। একজন শিল্পী হিসেবে প্রধান দায়িত্ব আমার কাজে মনোযোগী থাকা এবং বর্তমানে আমি তা-ই করছি।’
তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে কি? না সেটা শুধুই বন্ধুত্ব। জানতে হলে অপেক্ষা করতে হবে।