সোমবার

,

১০ই মার্চ, ২০২৫

রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমাচ্ছে জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য বরাদ্দকৃত খাদ্য সহায়তা অর্ধেকে নামিয়ে আনতে বাধ্য হবে জাতিসংঘ। বুধবার জাতিসংঘের সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এক চিঠিতে ‘গভীর তহবিল সংকটের’ কথা উল্লেখ করে আগামী মাস থেকে এ পরিকল্পনা কার্যকরের কথা বাংলাদেশকে জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় এ সংক্রান্ত খবরে এ তথ্য তুলে ধরা হয়।

চিঠিতে বলা হয়েছে, দুঃখজনকভাবে, আমরা এখনও পর্যাপ্ত তহবিল পাইনি এবং কেবল ব্যয় সংকোচন ব্যবস্থা যথেষ্ট নয়। ফলে আগামী ১ এপ্রিল থেকে রোহিঙ্গারা মাথাপিছু সাড়ে ১২ ডলারের পরিবর্তে ৬ ডলার পাবে খাবারের বরাদ্দ (রেশন) হিসেবে।

বাংলাদেশের শরণার্থী শিবির তদারকি প্রধান কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান খাদ্য সহায়তা কমানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান বলেন, চিঠিতে সংস্থাটি জানিয়েছে, তারা রোহিঙ্গাদের জন্য প্রতি মাসে জনপ্রতি সাড়ে ১২ ডলার বরাদ্দ রাখার চেষ্টা করছে; কিন্তু তারা দাতা খুঁজে পেতে ব্যর্থ হয়েছে।

ডব্লিউএফপির এই ঘোষণা এমন সময়ে এসেছে যখন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রমজান উপলক্ষে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করতে বাংলাদেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন।

বাংলাদেশ ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। ক্রমাগত সহায়তা হ্রাসের কারণে রোহিঙ্গা শরণার্থীরা মারাত্মক দুর্দশার মুখোমুখি হচ্ছে।

বাংলাদেশ এসব রোহিঙ্গাকে সহায়তা দিতে হিমশিম খাচ্ছে, কারণ মিয়ানমারে তাদের ব্যাপক প্রত্যাবাসন বা অন্য কোথাও পুনর্বাসনের সম্ভাবনা ক্ষীণ।

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) তহবিল বাতিলের নেতিবাচক প্রভাব এসে পড়েছে রোহিঙ্গাদের ওপর। কারণ কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে ডব্লিউএফপির অর্থসহায়তার প্রায় ৮০ শতাংশের জোগান আসতো আমেরিকার কাছ থেকে। তবে গত ২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে ইউএসএআইডির তহবিল বন্ধের ঘোষণা দেন। এতে ডব্লিউএফপি তহবিল সংকটে পড়েছে।