নিউইয়র্কে পারফর্মিং আর্টস প্রতিষ্ঠান ‘কৃষ্টি’র আয়োজনে জুনের ২৭ থেকে ২৯ তিনদিনব্যাপী জ্যামাইকা সেন্টার ফর আর্টস এন্ড লার্নিং মিলনায়তনে হতে চলেছে নাট্য উৎসব। সম্প্রতি কুইন্স পাবলিক লাইব্রেরীতে আয়োজিত নাটকের প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠান থেকে এই তথ্য জানানো হয়।
৮ মার্চ কুইন্স পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দুটি নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এছাড়া বাংলা মঞ্চনাটকের উপর আলোচনায় অংশ নেন অভিনেত্রী বন্যা মির্জা এবং নাট্যজন বদরুজ্জামান আলমগীর।
লুইস ব্রায়ান্টের দ্য গেইম নাটকে “জীবন” ও “মৃত্যু” কে দেখা যায় মুখোমুখি দাঁড়াতে। এই যুদ্ধে জয়ী হবে কে? তা তুলে ধরা হয়েছে এই নাটকটিতে। চারটি চরিত্রের নাটকের পাঠ উপস্থিত সবাইকে মুগ্ধ করে রাখে। রুবাইয়াত আহমেদের অনুবাদে নাটকটিতে অভিনয়ের পাশাপাশি নির্দেশনা দিয়েছেন সীতেশ ধর। আর জীবন চরিত্রে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন শুক্লা রায়। এ ছাড়া নাটকে আরও অংশ নিয়েছেন দীপা দেবনাথ এবং শিফাত উদ্দিন পলক।
এ ছাড়া উইলিয়াম শেক্সপিয়ারের লেখা হ্যামলেট নাটকের অংশবিশেষ সেখানে প্রদর্শিত হয়। সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হক নাটকটির অনুবাদ করেছিলেন। নাটকে অভিনয় করেছেন মাসুদ সুমন, মুমু মাসুদ এবং মুসা রুবেল।
পরে কৃষ্টি’র লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে জানিয়েছেন এর প্রতিষ্ঠাতা সীতেশ ধর। তিনি জানিয়েছেন, ২৭ জুন থেকে ২৯ জুন পর্যন্ত তিনদিনের নাট্য উৎসবের আয়োজন করতে যাচ্ছেন তারা। প্রবাসে নাট্যচর্চার ক্ষেত্রে এসব উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পুরো অনুষ্ঠানটির পরিচালনা করেছেন তানভীর শেখ। বিভিন্ন সময়ে কণ্ঠ দিয়েছেন তানজীর আকতার সানি, মিউজিকে ছিলেন শফিকুল ইসলাম। কৃষ্টির এই আয়োজনে সার্বিক সহযোগিতা দিচ্ছে কুইন্স পাবলিক লাইব্রেরী।