রাজধানী ওয়াশিংটন ডিসিতে সিক্রেট সার্ভিসের সদস্যরা এক অস্ত্রধারীকে গুলি করেছে। রবিবার আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের কাছে এ ঘটনা ঘটে। সে সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় তার মার-এ-লাগো বাসভবনে সাপ্তাহিক ছুটি কাটাচ্ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে দেশটির সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিলমি এক্স-পোস্টে জানান, গুলিতে আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে।
শনিবার স্থানীয় পুলিশ সর্তক করে জানায়, ইন্ডিয়ানা রাজ্য থেকে এক আত্মঘাতী ব্যক্তি সম্ভবত ওয়াশিংটন ডিসিতে যাচ্ছে। সে হুমকি তৈরি করতে পারে। এমন খবরে সিক্রেট সার্ভিসের সদস্যরা হোয়াইট হাউসের খুব কাছে সপ্তদশ ও এফ স্ট্রিটের সংযোগস্থলে সন্দেহভাজন ব্যক্তির গাড়ির অবস্থান শনাক্ত করে।
এক্সে দেওয়া পোস্টে সংস্থাটির মুখপাত্র জানান, পরবর্তীতে অফিসাররা ওই ব্যক্তির নিকটে গেলে সে অস্ত্র বের করে। এ সময় গোলাগুলিতে আহত হন তিনি।
পুলিশের সন্দেহ, সম্ভবত আত্মঘাতী হওয়ার জন্যই নিজের বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে ছিলেন সন্দেহভাজন ব্যক্তি। সঙ্গে রেখেছিলেন একটি বন্দুকও।
স্থানীয় সূত্রে জানা গেছে, খবর পেয়েই সেই যুবকের ওপর নজর রেখেছিল আমেরিকার গোয়েন্দারা।
ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, এ ঘটনায় সিক্রেট সার্ভিসের কেউ আহত হননি। বাধ্য হয়ে গুলি চালাতে হয়েছে। ওই আহত ব্যক্তির পরিচয় জানানো হয়নি।
এদিকে, অস্ত্রধারী ব্যক্তির হামলার উদ্দেশ্য হোয়াইট হাউস ছিল কি না, সেটা নিশ্চিত হওয়া যায়নি।