বুধবার

,

১২ই মার্চ, ২০২৫

সিনেমার গানে ফিরলেন মিলা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

৭ বছর পর সিনেমার গানে কণ্ঠ দিলেন মিলা ইসলাম। ‘ইনসাফ’ সিনেমার পার্টি গানে কণ্ঠ দেওয়ার মধ্য দিয়ে চলচ্চিত্রে দীর্ঘ সময়ের বিরতি ভাঙলেন মিলা। তার গাওয়া এই গানের সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন।

সর্বশেষ ২০১৮ সালে ‘মনে রেখো’ সিনেমায় ‘বেয়ারা প্রেম’ নামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি।

চলচ্চিত্রের গানে ফিরে আসায় উচ্ছ্বসিত মিলা। তার গাওয়া ‘ইনসাফ’ চলচ্চিত্রের ‘প্রেম পুকুরে বড়শি ফেলে আনবোরে ধরে’ এমন কথার গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। খুব শিগগিরই এই গানের দৃশ্যধারণের কাজ শুরু হবে বলে জানা গেছে।

এই গানের চিত্রায়ণে অংশ নেবেন মোশাররফ করিম, শরীফুল রাজ, তাসনিয়া ফারিণসহ আরও অনেকে।

নতুন গান প্রসঙ্গে মিলা বলেন, ‘অনেক দিন পর প্লে-ব্যাক করলাম। এটা মেয়েদেরই গান, এনার্জেটিক একটা ফিল আছে গানটিতে। শওকত আলী ইমন ভাইয়ের সঙ্গে আগেও আমার অনেক কাজ হয়েছে। এই সিনেমার মাধ্যমে আবারও ওনার সঙ্গে কাজ করা হলো। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

মিলা আরও বলেন, ‘আমার ক্যারিয়ারে খুব বেশি সিনেমার গান গাওয়া হয়নি। সিনেমার গানে আলাদা একটা আবেদন আছে। সিনেমার গান সহজেই শ্রোতাদের কাছে ছড়িয়ে যায়।’

সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। ১৫ মার্চ থেকে ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং শুরু হবে।

বাংলাদেশের জনপ্রিয় পপতারকা মিলা। ব্যক্তিগত জীবনের বিভিন্ন সমস্যার কারণে দীর্ঘদিন গানের ভুবনে অনুপস্থিত ছিলেন। আবারও গানে নিয়মিত হয়েছেন মিলা। বর্তমানে নিয়মিত স্টেজে শোর পাশাপাশি মৌলিক গান নিয়েও কাজ করছেন তিনি।