পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে মঙ্গলবার সশস্ত্র জঙ্গিরা একটি ট্রেনে হামলা চালিয়ে সামরিক কর্মকর্তাসহ ১৮২ যাত্রীকে জিম্মি করেছে।
ওই সময় ট্রেনটির ৯টি বগিতে ৪০০ থেকে ৪৫০ জন যাত্রী ছিল। হামলার সময় ট্রেনটি বেলুচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ারে যাচ্ছিল বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনীর সূত্র।
এদিকে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে বলেছে, বন্দুকধারীরা রেললাইনে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ট্রেনটির নিয়ন্ত্রণ নেয় এবং প্রত্যন্ত সিবি জেলায় ট্রেনটি থামিয়ে দেয়।
বিএলএ হুঁশিয়ারি দিয়েছে, জিম্মিদের উদ্ধারে কোনো চেষ্টা করা হলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।
সরকারি ও রেলওয়ে কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা কমপক্ষে ১০ জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে নয়জন নিরাপত্তা কর্মী ও একজন ট্রেন চালক।
পাকিস্তানের পুলিশ স্থানীয় সাংবাদিকদের জানিয়েছে, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।
একটি নিরাপত্তা সূত্র মঙ্গলবার সন্ধ্যায় সিএনএনকে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী “সন্ত্রাসীদের ঘিরে ফেলেছে” এবং গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নওয়াজ এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, নিরীহ যাত্রীদের উপর যারা হামলা চালিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না।
২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পশ্চিম সীমান্ত অঞ্চলে সহিংসতা বেড়েছে।
ইসলামাবাদভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে পাকিস্তানে হামলায় এক হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়, যা প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বছর।