সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরা যাবে না বলে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, রাজনীতিতে বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই থাকতে হবে। কিন্তু শুধু একে অপরের সমালোচনা করতে গিয়ে যেন দেশের সমস্যা ভুলে না যাই। শুধু রাষ্ট্র সংস্কার নয়, জনগণের সমস্যা সমাধানে কী ধরনের সংস্কার হতে পারে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর কর্মপন্থা ঠিক করা উচিত।
মঙ্গলবার বিকেলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত ইফতার পার্টিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন।
ঢাকার গুলশান শ্যুটিং ক্লাবে এনডিএম রাজনীতিবিদ ও নাগরিকদের সম্মানে এই ইফতার পার্টির আয়োজন করে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষি উৎপাদন বৃদ্ধির বিষয়ে করণীয় ঠিক করতে না পারলে দেশের সম্ভাবনা শেষ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তারেক রহমান।
তিনি বলেন, ‘আমি মনে করি, বিএনপি তার পূর্ব অভিজ্ঞতা থেকে মনে করে, এসব বিষয় অবশ্যই আমাদের জাতির সামনে তুলে ধরা উচিত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সাংবিধানিক ব্যবস্থা, ভোটের ব্যবস্থাসহ বিভিন্ন ব্যবস্থা যেমন আলোচনা করা উচিত, তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত মানুষের সমস্যা সমাধান কোন দল কিভাবে করবে।’
তারেক রহমান বলেন, ‘একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না, নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতে হবে—শুধু এটি কি সংস্কার? জনগণের সমস্যাগুলো সমাধান করার বিষয়গুলো নিয়ে সংস্কার হতে পারে না? ভবিষ্যত্ প্রজন্মের জন্য আমরা যদি সঠিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে না পারি, তাহলে কী করে আমাদের পক্ষে সম্ভব এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া? কিভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয়সীমার মধ্যে রাখব, তা-ও বিবেচনায় আনতে হবে।’
এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহাদী আমিন, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ইফতারপূর্ব এই অনুষ্ঠানে বক্তব্য দেন।