পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি ট্রেনে অতর্কিত হামলা করে সশস্ত্র জঙ্গি দল। ট্রেনটিতে প্রায় ৪৫০ যাত্রীকে জিম্মি করে তারা।
জিম্মি যাত্রীদের মুক্ত করার জন্য বুধবার চলমান নিরাপত্তা অভিযানে ৪৫০ জন যাত্রীর মধ্য থেকে ১৫৫ জন জিম্মিকে মুক্ত করা হয়েছে, এবং ২৭ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে।
দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে বেলুচিস্তানের শহর সিবি থেকে এএফপি এ খবর জানায়। সূত্রটি জানায়, অভিযান এখনো অব্যাহত রয়েছে।
নিরাপরাধ যাত্রীদের কাছে আত্মঘাতী বোমা হামলাকারীরা অবস্থান নিয়েছে বলেও খবরে দাবি করা হয়েছে। রেডিও পাকিস্তান জানিয়েছে, ‘সম্ভাব্য পরাজয় নিশ্চিত হয়ে সাধারণ যাত্রীদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে বিচ্ছিন্নতাবাদীরা।’
তিনটি ভিন্ন জায়গায় নারী ও শিশুদের জিম্মি করে রেখেছে আত্মঘাতী হামলাকারীরা। যে কারণে অভিযান পরিচালনা করতে গিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। কারাকোরাম পর্বতশ্রেণির দুর্গম এলাকা হওয়ায় অভিযান ব্যাহত হচ্ছে জানিয়ে নিরাপত্তা বাহিনী বলছে, জিম্মিদের উদ্ধারে বোলান পাসের দাদার এলাকায় তারা ব্যাপক অভিযান চালিয়েছে।
জিম্মিদের মধ্য থেকে হতাহতের পরিমাণ এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু কর্মকর্তারা বলছেন, গোলাগুলিতে লোকোমোটিভের চালক ও নিরাপত্তা বাহিনীর আট সদস্যসহ মোট ১০ জন নিহত হয়েছেন।
সামরিক অভিযানে কারা কারা মুক্ত হয়েছেন; তাদের পরিচয়ও জানা সম্ভব হয়নি বলে ডনের খবর জানিয়েছে।