বাংলাদেশ থেকে ১৯৯৭ সালে এসএসসি এবং ১৯৯৯ সালে এইচএসসি পাশ করে আসা ছাত্র-ছাত্রীদের ফেসবুকভিত্তিক গ্রুপ সংগঠন ইউএসএ ৯৭-৯৯ এর ইফতার পার্টি অনুষ্ঠিত হলো নিউ ইয়র্কের কুইন্সের সাগর চাইনিজ রেস্তোরায়।
অনুষ্ঠানটি সংগঠনটির অ্যাডমিন শামস শাহরিয়ার-এর বক্তব্য এর মধ্যে দিয়ে শুরু হয়। রমজানের ইফতার পার্টিতে আসার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাডমিন জামিল সরোয়ার জনি।
ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন বিভিন্ন স্টেট থেকে আসা বন্ধু এবং তাদের পরিবার। পুরো আয়োজনজুড়েই ছিল দেশীয় আমেজ।
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন খন্দকার সুমন এবং দুয়া এবং মোনাজাত পরিচালনা করেন ছারছিনা দরবার শরীফের পীর সাহেব শাহ মোঃ সাইফুল্লাহ ছিদ্দিকী।
অনেকদিন পর একে অন্যকে পেয়ে বন্ধুরা মেতে উঠেন গল্প আর আড্ডায়। ইফতার এবং মাগরিব এর নামাজ-এর বিরতির পর ডিনার পরিবেশন করা হয় এবং পুরো আয়োজনজুড়েই ছিল সম্প্রীতি এবং সৌহার্দের মেলবন্ধন।
২০১৮ সালে গড়ে ওঠা ইউএসএ ৯৭/৯৯-এর বর্তমান সদস্য সংখ্যা প্রায় পাঁচ শতাধিক। সংগঠনটি দেশে দুস্থ মানুষের সেবা এবং বিদেশে সেবামূলক কার্যক্রম ছাড়া প্রতিবছর বার্ষিক বনভোজন, ইফতার, ঈদ পুনর্মিলনী, পহেলা বৈশাখ , বারবিকিউসহ বিভিন্ন অনুষ্ঠান-এর আয়োজন করে থাকেন তা টেলিফোনে জানায় অ্যাডমিন জামিল সরোয়ার জনি। সংগঠনটি ধীরে ধীরে পুরো ইউএসএজুড়ে পূর্ণতা লাভ করছে।