বৃহস্পতিবার

,

১০ই এপ্রিল, ২০২৫

ফল আমদানিতে উৎসে কর ৫ শতাংশ কমালো এনবিআর

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ফল আমদানিতে উৎসে কর ৫ শতাংশ কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার এসংক্রান্ত আদেশ জারি করে অবিলম্বে তা কার্যকর করার নির্দেশ দিয়েছে সংস্থাটি।

আপেল, আঙুর, নাশপাতি, কমলা, মাল্টাসহ লেবুজাতীয় তাজা বা শুকনা ফলের ওপর আগে ১০ শতাংশ অগ্রিম আমদানি শুল্ক ছিল। এখন তা কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হলো।

এত দিন ফল আমদানিতে সব মিলিয়ে শুল্ক-করভার ছিল ১৩৬ শতাংশ। অগ্রিম কর কমানোয় এখন কর কিছুটা কমবে। এর আগে ৯ জানুয়ারি আমদানি করা ফলের ওপর সম্পূরক শুল্ক ২০ থেকে ৩০ শতাংশ করা হয়। এতে বাজারে আমদানি করা বিদেশি ফলের দাম বেড়ে যায়।

দেশে ৩৮ ধরনের ফল আমদানি করা হয়। এনবিআরের হিসাবে ২০২৩-২৪ অর্থবছরে আমদানি করা হয়েছে সাড়ে চার হাজার কোটি টাকার ফল।