দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে কামরুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। একই শহরে থাকা কামরুলের খালাতো ভাই মো. মামুন শুক্রবার ফোন করে স্বজনকে খবরটি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত ১০টার দিকে দেশটির ফ্রি স্টেট প্রদেশের ব্লুমপন্টি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত কামরুল ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্লাহপুর গ্রামের মৃত আবদুল মন্নানের ছেলে।
নিহতের পরিবার জানায়, কামরুল গত ১৪ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্লুমপন্ডি শহরে তিনি নিজ মালিকানার একটি দোকান চালান। বৃহস্পতিবার রাতে অস্ত্রধারী ডাকাত দল দোকানে ঢুকে তাঁকে জিম্মি করে মালপত্র লুট করে। ডাকাতরা যাওয়ার সময় কামরুলকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কামরুলের মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। কান্নায় ভেঙে পড়েছেন মা, ভাই, বোন ও স্বজন।
নিহতের চাচাতো ভাই মোশাররফ হোসেন জানান, তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে কামরুল ছিলেন দ্বিতীয়। এ বছর দেশে এসে বিয়ে করার কথা ছিল কামরুলের। তাঁর লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। আগামী সপ্তাহে লাশ দেশে আসতে পারে।