বৃহস্পতিবার

,

১০ই এপ্রিল, ২০২৫

বাংলাদেশে আসছে পাকিস্তানি ব্যান্ড জুনুন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশে সংগীত পরিবেশন করতে আসছে পাকিস্তানের আরও এক জনপ্রিয় ব্যান্ড ‘জুনুন’।

মে মাসের দুই তারিখ তারা রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে কনসার্ট করবে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ।

‘ভয়েস অব জুনন’ শিরোনামে এই কনসার্টটির আয়োজন করছে অ্যাসেনবাজ। তাদের পক্ষ থেকে জানানো হয়, অনেক প্রতীক্ষার পর এবার ‘সাইয়োনি’, ‘গারাজ বারাজ’সহ আরও বহু গান শোনার পালা। বাংলাদেশে আসছে পাকিস্তানের কিংবদন্তি ব্যান্ড জুনুন। এখনই যার যার টিকিট সংগ্রহ করুন।

মূলত এদিন মঞ্চ মাতাবেন জুনুন ব্যান্ডের ভোকালিস্ট আলি আজমত ও তার দল। আয়োজক সূত্রে জানা গেছে, বর্তমানে এই দলটিই জুনুনের গান পারফর্ম করে থাকে।

কনসার্টের টিকিট এরই মধ্যে অনলাইনে বিক্রি শুরু হয়েছে। তিন ধাপে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ভিআইপি আর্লি বার্ড ছয় হাজার নয়শ নিরানব্বই, রেগুলার আর্লি বার্ড তিন হাজার নয়শ নিরানব্বই ও স্টুডেন্ট আর্লি বার্ড এক হাজার নয়শ নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে গেট সেট রকের অফিসিয়াল সাইটে।

প্রায় এক যুগ আগে অন্তর শোবিজের আয়োজনে বাংলাদেশে কনসার্ট করতে এসেছিল জুনুন। এরপর দলটি ঢাকায় গাইতে আসে ২০১৯ সালে। সে বছর ফোক ফেস্টে অংশ নিয়েছিল দলটি।