বৃহস্পতিবার

,

১০ই এপ্রিল, ২০২৫

শান্তর সেঞ্চুরিতে শীর্ষস্থান ধরে রাখল আবাহনী

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই ঢাকা প্রিমিয়ার লিগের পঞ্চম রাউন্ড শেষ করে আবাহনী লিমিটেড। ষষ্ঠ রাউন্ডে এসেও সেই জয়ের ধারা অব্যাহত রেখেছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ম্যাচ হারের পর টানা পাঁচ জয় তুলে নিয়েছে আবাহনী।

ষষ্ঠ রাউন্ডের ম্যাচে মঙ্গল আবাহনী ২৯৩ রানের টার্গেট স্পর্শ করে ৪ উইকেটে হারায় লিজেন্ডস অব রূপগঞ্জকে।

এই জয়ে ৬ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে আছে আবাহনী। ৬ ম্যাচে ১০ পয়েন্ট আছে গাজী গ্রুপ ক্রিকেটার্সেরও। কিন্তু রান রেটে পিছিয়ে থাকায় টেবিলের দ্বিতীয়স্থানে আছে তারা। সমানসংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে রয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে লিজেন্ডস অব রূপগঞ্জকে ব্যাটিংয়ে পাঠায় আবাহনী। সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়ের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯২ রান করে রূপগঞ্জ।

ওপেনার তানজিদ হাসান তামিম ২৪ ও সৌম্য সরকার ২৭ রানে আউটের পর তৃতীয় উইকেটে ৯৪ রানের জুটি গড়ে মাত্র ২ রানের ব্যবধানে সাজঘরে ফিরেন সাইফ ও জয়। সাইফ ৮টি চারে ১০৩ বলে ৬৭ এবং ৫টি চার ও ২টি ছক্কায় ৫৪ বলে ৫৮ রান করেন জয়।

দলীয় ১৮৭ রানের মধ্যে তাদের বিদায়ের পর লিজেন্ডস অব রূপগঞ্জকে বড় সংগ্রহ এনে দেন জাকের আলি ও শেখ মাহেদি হাসান। জাকের ৩৫ বলে ৩৫ ও মাহেদি ১৯ বলে ২৮ রানে অপরাজিত থাকেন।

নাহিদ রানা ও মোসাদ্দেক হোসেন ২টি করে উইকেট নেন।

জবাবে ওপেনার পারভেজ হোসেন ইমন শুন্য রানে ফেরার পর দ্বিতীয় উইকেটে ১০৭ রানের জুটি গড়েন আরেক ওপেনার জিশান আলম ও শান্ত। জিশান ৪৩ রানে ফেরার পর মোহাম্মদ মিথুনের সাথে ৫০ ও মোসাদ্দেককে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন শান্ত।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৩তম সেঞ্চুরির স্বাদ নিয়ে আউট হন শান্ত। ১২টি চার ও ২টি ছক্কায় ১০৮ বলে ১০১ রান করেন তিনি।

দলীয় ২০৬ রানে শান্ত ফেরার পর মোমিনুল হক ও মাহফুজুর রাব্বির ব্যাটে জয় পায় আবাহনী। মোমিনুল ৩৫ ও রাব্বি ৩১ রানে অপরাজিত থাকেন। শরিফুল ও মাহেদি ২টি করে উইকেট নেন।