বৃহস্পতিবার

,

১০ই এপ্রিল, ২০২৫

অভিনয় ছাড়ার ঘোষণা চিত্রনায়িকা বর্ষার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

অভিনয় ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। সম্প্রতি স্বামী অনন্ত জলিলকে নিয়ে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

এ সময় তিনি জানান, হাতের কাজগুলো শেষ হলে আর কোনো নতুন কাজ করবেন না।

বর্ষা বলেন, হাতে ৩-৪টি সিনেমা আছে। এগুলো শেষ করতেই বেশ সময় চলে যাবে। এরপর আমি আর নতুন কোনো সিনেমা করবো না।

অভিনয় ছাড়ার কারণ প্রসঙ্গে বর্ষা বলেন, আমি খুব বাস্তববাদী। আমার মনে হয় নায়িকাদের একটা বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে। ততদিনই কাজ করা উচিত। আমার ক্ষেত্রেও তাই। আমার বড় ছেলের বয়স ১০ বছর ও ছোট ছেলের ৭ বছর। সন্তানদের কথা ভেবেই সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে সিনেমা ছাড়ার সিদ্ধান্তে স্বামী অনন্তের কোনো আপত্তি নেই বলেও জানান তিনি।

২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক বর্ষার। অনন্তের বিপরীতে একাধিক সিনেমায় অভিনয় করেছেন বর্ষা।